মুক্তিযুদ্ধের মৈত্রী রক্ষায় নাগরিক ও সাংগঠনিক দায়িত্ব রয়েছ উল্লেখ করে পেশাজীবী নাগরিক সংগঠক, পেশাজীবী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক রিয়াজ হায়দার চৌধুরী
বলেছেন, বাংলাদেশকে নিয়ে চলমান জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র কোনভাবেই যাতে মুক্তিযুদ্ধের মৈত্রী, অসাম্প্রদায়িক চেতনায় নেতিবাচক প্রভাব ফেলতে না পারে , সেজন্য সব পক্ষের দায়িত্ব আছে।
তিনি শারদীয় দুর্গোৎসবে চট্টগ্রাম মহানগরের বিভিন্ন এলাকায় পূজামন্ডপ পরিদর্শনে সনাতনী সম্প্রদায় এর সাথে শুভেচ্ছা বিনিময়কালে একথা বলেন।
বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সহ-সভাপতি ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন-সিইউজের সাবেক সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী চট্টগ্রাম মহানগরীর প্রধান পুজো মন্ডপ জেএমসএন হল, চেরাগী পাহাড়, মাদারবাড়ি, পশ্চিম বাকলিয়া ও হালিশহরের বিভিন্ন পুজো মন্ডপ পরিদর্শন করেন।
জেএমসএন হল সম্মুখভাগে চট্টগ্রাম মহানগরীর প্রধান পুজো মন্ডপে মহা অষ্টমীতে পরিদর্শন কালে উত্তরীয় দিয়ে তাঁকে স্বাগত জানান পুজো পরিষদ নেতৃবৃন্দ । তাঁরা মিষ্টিমুখও করান।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর পুজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি বিমল কান্তি দে, চট্টগ্রাম মহানগর পুজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় জন্মাষ্টমী উদযাপন
পরিষদের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন তালুকদার,চট্টগ্রাম মহানগর পুজা উদযাপন পরিষদের সভাপতি লায়ন আশীষ ভট্টাচার্য ও সাধারণ সম্পাদক হিল্লোল সেন উজ্জ্বল, সাবেক
সাধারণ সম্পাদক যথাক্রমে অর্পন ব্যানার্জি, সুমন দেবনাথ, চট্টগ্রাম উত্তর জেলা পুজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক বিপ্লব কুমার চৌধুরী , চট্টগ্রাম আইনজীবী বিজয়া সম্মিলন পরিষদের সাধারণ সম্পাদক এড নিখিল কুমার নাথ প্রমুখ।
নাগরিক ও পেশাজীবী সংগঠক রিয়াজ হায়দার চৌধুরী পূজা পরিষদ নেতৃবৃন্দের সাথে বেশ কিছু সময় কাটান এবং পুজার্থী ও দর্শনার্থীদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করেন। পেশাজীবী নাগরিক সংগঠক রিয়াজ হায়দার চৌধুরী বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ, চট্টগ্রাম মহানগর আয়োজিত জেএমসেন হল প্যান্ডেলের শুভেচ্ছা মঞ্চে শুভেচ্ছা বক্তব্যে বলেন, সনাতন ধর্মাবলম্বীদের ত্যাগ বিসর্জন রয়েছে আমাদের মহান মুক্তিযুদ্ধ থেকে প্রতিটি আন্দোলনে। প্রতিটা অর্জনে। আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে কোন পক্ষই যাতে সনাতনী সম্প্রদায়ের ক্ষতিসাধনে সফল না হয়, সে লক্ষ্যে সবার সজাগ অবস্থান দরকার।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.