স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক এ. কে. এম নুরুল আনোয়ারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ।
দেশবরেণ্য মেডিসিন বিশেষজ্ঞ, ডেভ কেয়ার ফাউন্ডেশন বাংলাদেশ -এর জেনারেল সেক্রেটারি এবং শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল এর মেডিসিন বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান অধ্যাপক মোঃ রিদওয়ানুর রহমানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ডেভ কেয়ার ফাউন্ডেশন এর চেয়ারম্যান অধ্যাপক মোঃ আবুল ফয়েজ।
বুধবার (২৫ অক্টোবর) ভোরে বিশেষজ্ঞ চিকিৎসক ডা. রিদওয়ানুর রহমানের ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়।
পরে রাজধানীর ল্যাবএইড (ধানমন্ডি) হাসপাতালে নিয়ে গেলে সেখানে শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
ল্যাবএইড হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা চৌধুরী মেহের-এ-খোদা দীপ বিষয়টি নিশ্চিত করেছেন।
পাশাপাশি ডা. এমএ ফয়েজ মরহুমের শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে তাঁর রুহের মাগফিরাত কামনা করেছেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: somoyernews24office@gmail.com
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.