সুলতানপুর হোন্ডা ফ্রিজ কাপ টুর্নামেন্টের ফাইনাল খেলা আগামী ৪ঠা নভেম্বর, ফুটবল ভক্তদের যতো উন্মাদনা।
কুমিল্লা দেবিদ্বারের সুলতানপুর হোন্ডা ও ফ্রিজ কাপ টুর্নামেন্টের ফাইনালের লড়াই শুরু হতে বাকি কিছু দিন। ৪ঠা নভেম্বর শনিবার বেলা তিনটায় ফাইনাল খেলায় মুখোমুখি হতে যাচ্ছে ফতেহাবাদ স্বপ্নসিঁড়ি স্পোর্টিং ক্লাব ও সুবিল ফুটবল একাদশ।
ইতিমধ্যে খেলা নিয়ে উত্তেজনা, উন্মাদনা শুরু হয়েছে দু দলের সমর্থকদের মধ্যে।
তবে এই ফাইনাল ম্যাচকে সামনে রেখে নানা রকম প্রস্তুতি নিতে শুরু করেছে সুলতানপুর ফুটবল একাডেমী।
প্রস্তুত রাখা হয়েছে আতশবাজি, পটকা। তবে সেই আতশবাজি কোন দলের পক্ষে ফুটবে সেজন্য অপেক্ষা করতে হবে খেলা শেষ হওয়া পর্যন্ত।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.