সন্দ্বীপে এম রহমান ফরিজা খাতুন ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রিচিকিৎসা সেবা ২০২৩ অনুষ্ঠিত হয়। ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ আমিনুর রসুলের সহযোগিতায় দক্ষিণ মগধরা ৯নং ওয়ার্ড ষোলশহর সন্দ্বীপ চট্টগ্রাম ফাউন্ডেশনের নিজস্ব কার্যালয়ে প্রথম বারের মত ফ্রি চিকিৎসা সেবা প্রদান উদ্বোধন করেন।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব ইন্ট্যারনেশানাল ৩১৫ বি ৪ বাংলাদেশ এর জোন চেয়ারম্যান লায়ন মোঃ আশ্রাফ উল্যাহ এম.জে.এফ। এছাড়া উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব চিটাগং সন্দ্বীপ এর সাবেক সভাপতি লায়ন ফরিদ উদ্দিন নিজামি, ডাক্তার আশ্রাফুল ইসলাম (MBBS),(CCD Burden)। এম. রহমান ফরিজা খাতুন ফাউন্ডেশনের মহাসচিব মোঃ মাঈন উদ্দিন, লায়ন্স ক্লাব অব চিটাগং সন্দ্বীপ এর সভাপতি লায়ন আবদুল কাদের, এম. রহমান ফরিজা খাতুন ফাউন্ডেশনের যুগ্ম মহাসচিব মোঃ আনোয়ারুল ইসলাম, সাবেক মেম্ববার মজাহারুল ইসলাম, ব্যবসায়ি সোহেল শাফায়েত, বাবলু, ও পরুষ, মহিলা শিশু, রোগী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান পরিচালনা করেন লায়ন্স ক্লাব অব চিটাগং সন্দ্বীপ এর সভাপতি লায়ন আবদুল কাদের। মোনাজাত এর মাধ্যমে রোগী দেখা আরম্ভ করা হয়। মোনাজাত পরিচালনা করেন ষোলশহর জামে মসজিদ এর পেস ইমাম মাওলানা সাইয়েদ । বার্তা বেড় ক মোবারক বিকাল ৩,৩০ থেকে রাত ৮.১৫ পর্যন্ত ডাক্তার আশ্রাফুল ইসলাম মোট ৫৭ জন রোগী ফ্রি চিকিৎসা সেবা দিয়েছেন। বিগত দিনেও এম. রহমান ফরিজা খাতুন ফাউন্ডেশনর চট্টগ্রাম থিয়েটার হলে সমাজ সেবা দিবসে ২৫০ জন রোগীকে ফ্রি চিকিৎসা সেবা দিয়েছেন। এছাড়া এম. রহমান ফরিজা খাতুন ফাউন্ডেশনর বিগত দিনে রমজানে ইফতার সামগ্রি বিতরণ যাকাত বিতরণ চিকিৎসা ও গরীব মেয়েদের বিয়েতে সহযোগিতা করে আসছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.