প্রিন্ট এর তারিখঃ মার্চ ১২, ২০২৫, ৫:২৫ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৪, ২০২৩, ৮:১৮ অপরাহ্ণ
ফটিকছড়ির জনগণের প্রকৃত কল্যাণ সাধনে কাজ করা হবে:ইঞ্জিনিয়ার গোলাম নওশের আলী চৌধুরী

জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনে ফটিকছড়ি সংসদীয় আসনে সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী ইঞ্জিনিয়ার গোলাম নওশের আলী চৌধুরী বলেন, মহান জাতীয় সংসদে ফটিকছড়ি জনগণের প্রতিনিধিত্ব করে এমন সাংসদের প্রয়োজনীয়তার জায়গা থেকে আগামী জাতীয় নির্বাচনে সংসদ সদস্য পদে জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থনের মাধ্যমে নির্বাচনে অংশগ্রহণ করবো। জনগণের সর্বোচ্চ সমর্থন আদায়ের মাধ্যমে জনগণের প্রকৃত কল্যাণ নিশ্চিতকরণে কাজ করে যাবো। ৪ঠা নভেম্বর ফটিকছড়ি লেলাং ইউনিয়নে অবস্থিত এশা আতুল উলূম মাদরাসার বার্ষিক মাহফিলে আমন্ত্রিত অতিথির বক্তৃকালে তিনি এমন বক্তব্য প্রদান করেন। এসময় তিনি সকলের অব্যাহত সমর্থন ও সহযোগিতা কামনা করেন।
ইসলামের সুমহান সৌন্দর্য বিকশিত করার কাজে মাদরাসার ভূমিকার কথা উল্লেখ করতে গিয়ে সমাজসেবক গোলাম নওশের বলেন, ইসলামের সুমহান বার্তা ও সৌন্দর্য দারুণভাবে বিকশিত করার ক্ষেত্রে এদেসের মাদরাসাগুলোর ভূমিকা অপরিসীম। কুরআন ও হাদীসের আলোকে মানুষদের সঠিক পথে আহ্বান করার কাজে আলেম ওলামাদের অবদান প্রশংসনীয়।
সুন্দর সমাজ বিনির্মাণে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, ধর্ম,বর্ণ ও শ্রেণির ভেদাভেদ ভুলে সকলে ঐক্যবদ্ধ হয়ে সুন্দর সমাজ বিনির্মাণে কাজ করতে হবে। বিভেদ, বৈষম্য ও শ্রেণি পার্থক্য আমাদের সমাজ উন্নয়নের পথকে বাধাগ্রস্ত করে। তাই আমরা সকলে মিলেমিশে থেকে এই সমাজের উন্নয়নে আমাদের কে কাজ করতে হবে। তাহলে সকলের মাঝে পারস্পরিক আন্তরিকতাবোধ সম্পর্ক সৃষ্টি হবে। যা আমাদের সকলের কাম্য।
উল্লেখ্য, ইঞ্জিনিয়ার গোলাম নওশের আলী চৌধুরী উন্নত রাষ্ট্র কানাডার নাগরিকত্ব থাকলেও ফটিকছড়ি মানুষের কল্যাণে নিবেদিত হওয়ার মানসিকতায় ইতোমধ্যে সেদেশের নাগরিকত্ব বিসর্জন দিয়ে ইতোমধ্যে দেশে ফিরে এসেছেন। ফটিকছড়ি মানুষের উন্নয়নকে ত্বরান্বিত করার কাজে দ্বাদশ জাতীয় নির্বাচনে ফটিকছড়ি সংসদীয় আসন হতে সংসদ সদস্য পদে নির্বাচনে অংশগ্রহণ করবেন। এলক্ষে তিনি ফটিকছড়ির বিভিন্ন এলাকার জনস্বার্থমূলক কাজে সক্রিয় অংশগ্রহণ করছেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: somoyernews24office@gmail.com
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.