“নিরাপদ জ্বালানি, ভোক্তাবান্ধব পৃথিবী” এ প্রতিপাদ্যে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ বিষয়ক আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার এ বি এম মশিউজ্জামানের সভাপতিত্বে বুধবার অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে সমবায় কর্মকর্তা বিজয় কৃষ্ণ নাথের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল আলম, ফতেপুর ইউপি চেয়ারম্যান জায়নুল আবেদীন, প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া, সাংবাদিক শ্যামল নাথ, আজিজুল ইসলাম, হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মোঃ বোরহান উদ্দিন, মদনহাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ রফিক।
সভায় উপজেলা কাউন্সিলর মোঃ জাফর, প্রকৌশলী জয়শ্রী দে, নির্বাচন কর্মকর্তা পরান্টু চাকমা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাঈনুদ্দিন মজুমদার, নাঙ্গলমোড়ার ইউপি চেয়ারম্যান হারুন উর রশিদসহ সরকারি দপ্তরের কর্মকর্তা ও ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা প্রত্যেক ইউনিয়নের চেয়ারম্যানদের স্ব স্ব ইউনিয়নের দ্রব্যমূল্য মনিটরিংয়ের জন্য উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।