যুক্তরাষ্ট্রে বাংলাদেশ জাতীযতাবাদী দল বিএনপি, মন্টোগোমারী কাউন্টি বি এন পি, পেনসিলভানিয়ার উদ্যোগে দেশে জাতীয় সংসদ নির্বাচনের অবৈধ তফসিল ঘোষণার প্রতিবাদে প্রতিবাদ সভা এবং জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা সম্পন্ন হয়েছে। সংগঠনের সভাপতি আজিজুন নাহার মোহাম্মদ এর সভাপতিত্বে ও মাহবুব খান প্রতিকের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির নির্বাহী কমিটির আন্তর্জাতিক সম্পাদক আনোয়ার হোসেন খোকন।
এতে প্রধান বক্তা ছিলেন সাবেক ছাত্রদল নেতা, পেনসিলভেনিয়া বিএনপি’র প্রতিষ্ঠাতা ও পেনসিলভেনিয়া বিএনপি’র সভাপতি শাহ ফরিদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- নিউ জার্সি সাউথ বিএনপির সভাপতি সৈয়দ কাউছার আহম্মেদ , ফ্লোরিডা বিএনপির সভাপতি বীর মুক্তিযুদ্ধা ইমদাদুল হক ছাকলাদার, নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক সেলিম রেজা, নিউ জার্সি নর্থের সভাপতি সৈয়দ জুবায়ের , নিউইয়র্ক স্টেডের সদস্য সচিব আবু সাঈদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- নুর উদ্দীন নাহিদ , পান্নু হাওলাদার , জুলফিকার আলা রাশেদ, শাহ আরিফুজ্জামান লেমন, আব্দুর রইমান সহ আরো অনেকে। বক্তারা বলেন, বাংলাদেশে জাতীয় নির্বাচনকে সামনে রেখে অবৈধভাবে তফসিল ঘোষণা করা হয়েছে, আমরা এইটি মানি না। এই তফসিলের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি। অতি শীঘ্রই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।একইসাথে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়াকে দেশের বাইরে নিয়ে উন্নত চিকিৎসার সুযোগ করে দেওয়ার জোর দাবি জানাচ্ছি।
পরে বাংলাদেশ জাতীযতাবাদী দল বিএনপি মন্টোগোমারি কাউন্টি ,পেনসিলভেনিয়া , যুক্তরাষ্ট্রের নতুন কমিটির নাম ঘোষণা করা হয়। নৈশভোজের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে ।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: somoyernews24office@gmail.com
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.