প্রতারণা মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি প্রাইম ডিস্টিবিউশনের ব্যবস্হাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল আলম মামুন এবং তার ভাই মোহাম্মদ মঈনুল আলম (সায়মন)কে গ্রেফতারের পর আজ চট্টগ্রাম মেট্রোপলিটন আদালত-ষষ্ঠ জেল হাজতে প্রেরণ করেছে।
বাদীর অভিযোগের বর্ণনামতে, অভিযুক্ত আসামীদ্বয় বাদীকে ২০২১ সালের বিক্রয়চুক্তি অনুযায়ী রাজধানী ঢাকার গুলশান ২ আবাসিক এলাকায় একটি ফ্ল্যাট রেজিস্ট্রেশন করে দেয়ার প্রতিশ্রুতি দিয়ে ফ্ল্যাট বিক্রয় বাবদ বাদীর নিকট থেকে সাত কোটি টাকা গ্রহণ করে। সেই টাকা আত্মসাৎ করে আসামিরা আত্মগোপনে চলে যায়!
এর আগে বাংলাদেশ ফাইন্যান্সের করা প্রতারণা মামলায় চট্টগ্রামের প্রাইম ডিস্ট্রিবিউশন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল আলম মামুনকে গ্রেপ্তার করেছিলো চট্টগ্রাম বন্দর থানা পুলিশ।
জানা যায়, গ্রেপ্তারকৃত আসামি বাংলাদেশ ফাইন্যান্স থেকে হোম লোন সুবিধা ছাড়াও প্রাইম এএমআর এক্সচেঞ্জ ও প্রাইম কমিউনিকেশন নামে আরও একাধিক প্রতিষ্ঠানের নামে ঋণ সুবিধা নিয়েছে। প্রাইম ডিস্ট্রিবিউশন গ্রুপের কাছে বাংলাদেশ ফাইন্যান্সের পাওনা প্রায় ৫০ কেটি টাকা।
খোঁজ নিয়ে জানা গেছে, আসামি রাশেদুল আলম মামুন এবং তার ভাই মোহাম্মদ মঈনুল আলম (সায়মন) এর নামে দেশের অনেক আদালতে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে বড় অংকের ঋণ নিয়ে খেলাপি ও প্রতারণার অভিযোগ রয়েছে এবং আসামিদের বিরুদ্ধে প্রায় শতাধিক মামলা চলমান রয়েছে। এছাড়া বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে হুন্ডির মাধ্যমে বিদেশে পাচার ও জঙ্গি সংগঠনের অর্থায়নের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) মামুনের বিরুদ্ধে তদন্ত করছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.