হাটহাজারীতে ফুটপাত দখলমুক্ত করলেন উপজেলা প্রশাসন, জরিমানা

হাটহাজারী উপজেলার চট্টগ্রাম রাঙামাটি সড়কে ফুটপাত দখলমুক্ত করতে কলাতল থেকে শেরেবাংলা মাজার গেট পর্যন্ত অভিযান পরিচালনা করে হাটহাজারী উপজেলা ও পৌর প্রশাসন।

বুধবার (২২ নভেম্বর) বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত অভিযান পরিচালনা করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম মশিউজ্জামান ও পৌর প্রশাসক মুহাম্মদ আবু রায়হান।

অভিযান সূত্রে জানা যায়, যানজট ও সড়ক এবং ফুটপাত দখলমুক্ত করতে এই অভিযান। মূলত এই অভিযানের মাধ্যমে যারা সড়ক ও ফুটপাত দখল করে রেখেছে তাদের সতর্ক করা হয়েছে। এসময় তিনটি ব্যবসায় প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা করা হয় এবং ফুটপাতে থাকা বেশ কিছু মালামাল জব্দ করা হয়।

এবিষয়ে উপজেলা নিবার্হী কর্মকর্তা এবিএম মশিউজ্জামান বলেন, আজকের অভিযান মূলত সতর্কতা মূলক। বিশেষ করে যানযট নিরসনে আমরা ব্যবসায়ীদের সতর্ক করেছি। পরবর্তীতে যানজট নিরসনে ও অবৈধভাবে ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করা হবে।