কক্সবাজার-১ আসনে সালাউদ্দিন আহমেদ সিআইপি দলীয় মনোনয়ন পাওয়ায় টইটং-এ আনন্দ মিছিল

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ চকরিয়া-পেকুয়া আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পত্র পেয়েছেন জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমেদ সিআইপি। এমন খবর ছড়িয়ে পড়ার পর পর আনন্দ মিছিল করেছেন টইটং ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগসহ তৃণমূল নেতা কর্মিরা। রবিবার (২৬ নভেম্বর) সন্ধায় টইটং হাজ্বিবাজার থেকে বের হওয়া অন্দন মিছিলটি সীমান্ত ব্রীজ পর্যন্ত প্রদক্ষিণ করে একই স্থানে এসে সমাপ্তি হয়। পরে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। টইটং ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো.বাচ্চু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, পেকুয়া উপজেলার আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জুবাইদুল্লাহ লিটন।

এসময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আজগর আলী,টইটং ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মাষ্টার জামাল হোসাইন, ইউনিয়ন
আওয়ামী লীগের প্রবিণ নেতা জহির উদ্দিন, টইটং ইউনিয়ন ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এমইউপি আবুল কালাম, টইটং বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সেলিম উল্লাহ, টইটং ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মালেক, ২নং ওয়ার্ড যুবলীগের সভাপতি রাইসুল হাসান, টইটং ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক জমির হোছাইন, উপজেলা ছাত্রলীগ নেতা বাহদুর, ইউনিয়ন ছাত্রলীগ নেতা অয়ন সিকদার জয়, আবদুল মন্নান রানা, টাইগার বাবু রমিজ উদ্দিন প্রমুখ। এছাড়াও টইটং ইউনিয়নের বিভিন্ন ওয়র্ড়ের অসংখ্য নৌকা সমর্থক উপস্থিত ছিলেন