গত ১ জানুয়ারি সমবার যুব উন্নয়ন অধিদপ্তর ঢাকার পরিচালক (পরিকল্পনা) এম এ আখের চট্টগ্রাম আগমন উপলক্ষে যুব উন্নয়ন অধিদপ্তর চট্টগ্রাম এর কর্মকর্তা-কর্মচারী এবং সামাজিক সংগঠক ও প্রশিক্ষণার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর ঢাকার পরিচালক (পরিকল্পনা) এম এ আখের, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক প্রজেষ কুমার সাহা, যুব প্রশিক্ষণ কেন্দ্র চট্টগ্রামের কো-অর্ডিনেটর মোঃ আশরাফ হোসেন, দিশারী যুব ফাউন্ডেশন বাংলাদেশ এর উপদেষ্টা ও সীতাকুণ্ড উপজেলা সমাজ কল্যাণ ফেডারেশনের সভাপতি লায়ন মোঃ গিয়াস উদ্দিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন যুব উন্নয়ন অধিদপ্তর এর কাছে চট্টগ্রাম একটি গুরুত্বপূর্ণ এলাকা। এই এলাকায় বেকারত্ব দূরীকরণ এবং কর্মসংস্থান করার লক্ষ্যে যুব উন্নয়ন অধিদপ্তরের তাই ক্যাম্পাস যুব ভবনকে আরো আধুনিক করা হবে। সরকার যে নতুন নতুন প্রকল্প হাতে নিয়েছে তার মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্পসমূহ বাস্তবায়নের ক্ষেত্রে চট্টগ্রামকে অগ্রাধিকার দেওয়া হবে।
অনুষ্ঠানে যুব সংগঠকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন দিশার ী যুব ফাউন্ডেশন বাংলাদেশ এর চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ সরোয়ার হুসাইন লাভলু।
পরে যুব উন্নয়ন অধিদপ্তর এর অধীন নিবন্ধিত সংগঠন দিশারী যুব ফাউন্ডেশন বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা সংগঠন দিশারী ফাউন্ডেশন এর ২৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে অতিথিকে ফুলেল শুভেচ্ছা বিনিময় এবং কেক কেটে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.