রোটারি ইন্টারন্যাশনাল জোন ওয়ান বি রোটারি পাবলিক ইমেজ কমিটি ও রোটারি ক্লাব অফ চিটাগাং সিটি র পক্ষ থেকে রোটারিয়ান মিন্টূ ইব্রাহিমের বাসভবন জাকির হোসেন রোড বাই লেইন নাসিরাবাদ চট্টগ্রাম-এ সুবিধা বঞ্চিত ২০০ জনকে কম্বল বিতরণ করা হয়।
১লা জানুয়ারি ২০২৪ বিকেল তিনটা থেকে রোটারি ইন্টারন্যাশনাল জোন ওয়ান বি পাবলিক ইমেজ কমিটি ও রোটারি ক্লাব অফ চিটাগং মিট সিটি পক্ষ থেকে মিন্টু ইব্রাহিমের বাসভবনে সুবিধা বঞ্চিত ২০০ জন কে কম্বল বিতরণ করেন।
উক্ত কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এন্টি টেরোরিজম বিভাগীয় প্রধান এডিশনাল ডিআইজি মুসলিম উদ্দিন আরও উপস্থিত ছিলেন রোটারি পাবলিক ইমেজ অ্যাসিস্ট্যান্ট কোডিনেটর মিন্টু ইব্রাহিম, রোটারিয়ান হাবিব মহিউদ্দিন, চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক ,রোটারিয়ান আফতাব উদ্দিন সিদ্দিকী, পিপি এমদাদুল আজিজ পিপি মনসুর পিপি সাব্বির চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে বক্তারা বলেন রোটারি ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক প্রাচীনতম সেবামূলক একটি সংগঠন রোটারি পৃথিবী থেকে পোলিও নির্মূল, শিক্ষা ,স্বাস্থ্য ,বাসস্থান , সহ নানাবিচ মানব সেবায় নিয়োজিত সেই ধারাবাহিকতায় সুবিধা বঞ্চিত মানুষদের মাঝে কম্বল বিতরণ করা হয় যা শীতকালীন ধারাবাহিকভাবে চলমান থাকবে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.