মানবতার সেবার ব্রত নিয়ে চট্টগ্রাম হাটহাজারী উপজেলার ৩নং মির্জাপুর ইউনিয়ন পরিষদের প্রবাসীদের সংগঠন মির্জাপুর প্রবাসী পরিষদের শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ১৯ জানুয়ারি সংযুক্ত আরব আমিরাত সময় রাত ১০ টায় দেশটির শারজাহ প্রদেশ এর সানাইয়া বি এম এর পাশে জাহরাত আল-জামান রেষ্টুরেন্টে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মির্জাপুর প্রবাসী পরিষদের আহবায়ক কমিটির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক সৈয়দ আলম এর সঞ্চালনায় কমিটির বর্তমান নব নির্বাচিত সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মির্জাপুর প্রবাসী পরিষদের সাবেক আহবায়ক মোহাম্মদ শাহাজান,মোরশেদুল করিম চৌধুরী,রুহুল আমিন রুবেল,নূরনবী তালুকদার,সাইফুল আলম,মোহাম্মদ মোজাফফর,জাহাঙ্গীর,কায়ছার মির্জা,আলী আবছার,সুমন,জাফর,সাইফুল,করিম,উত্তম কুমার,জানে আলম,সুজন প্রমুখ।
এ সময় সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান বলেন সমাজের অবহেলিত মানুষের জন্য সামাজিক সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে,তেমনই মির্জাপুর প্রবাসী পরিষদ হচ্ছে একটি অরাজনৈতিক সামাজিক প্রবাসী সংগঠন,মানবতার ব্রত নিয়ে সাধারণ মানুষের পাশে থাকা সহ প্রবাসীদের পাশে থাকার কথা জানান।
শীতবস্ত্র বিতরণ ও প্রবাসীদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয় উক্ত মতবিনিময় সভায়।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.