বাংলাদেশ সনাতনী সমন্বয় পরিষদের পুনর্মিলনী অনুষ্ঠিত

বাংলাদেশ সনাতনী সমন্বয় পরিষদ বাসপ কেন্দ্রীয় কমিটির সাধারণ সভা ও পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শুক্রবার (২ফেব্রুয়ারী) দুপুরে হাটহাজারী উপজেলার ধলই এনায়েতপুরে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সভাপতি লিটন মহাজনের সভাপতিত্বে পুনর্মিলনী ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সাধারণ সম্পাদক সাংবাদিক বাবলু দাশের সঞ্চালনায় শুরুতে পবিত্র শ্রীমদ্ভগবদ গীতা থেকে পাঠ করেন সহ ধর্মীয় সম্পাদক অভি পাল।

এ সময় বক্তব্য রাখেন সহ- সভাপতি শিক্ষক মৃদুল নাথ,শিক্ষক সনজিৎ আচার্য টিংকু, যুগ্ম সম্পাদক ছোটন দাশ, অ্যাড: কৃষ্ণ প্রসাদ নাথ, রাজীব সরকার,বিধান বনিক, শ্যাম সুন্দর বৈষ্ণব, সাংগঠনিক সম্পাদক অ্যাড: সুমন কান্তি আচার্য, ধর্মীয় সম্পাদক রনজিৎ চন্দ্র নাথ, অর্থ সম্পাদক অমিত দাশ রনি, আইন সম্পাদক পলাশ আচার্য্য, সহ সাংগঠনিক সম্পাদক সুভাষ চন্দ্র নাথ, প্রচার সম্পাদক রুবেল আচার্য,সহ সাংস্কৃতিক সম্পাদক গৌকুল চন্দ্র মল্লিক,
সহ মহিলা সম্পাদিকা ড়শেলী রানী দে।

আরও উপস্থিত ছিলেন অরুন চৌধুরী, সুমন মিত্র, রাজীব শীল,বাবু দে, অজয় সেন, রাজীব বনিক, শচীন ত্রিপুরা, পরিমল কুমার নাথ, প্রিতম নন্দী, সুমন দাশ, সুজন নন্দী, মনোবিকাশ আচার্য, সুমন বৈষ্ণব, দুলাল কান্তি নাথ, কৌশিক আচার্য, হারাধন কর, অজিত দে, ছোটন নাথ, শিপন নাথ প্রমূখ।##