চট্টগ্রামে কেয়া এন্টারপ্রাইজ হজ্ব ওমরা কাফেলা এর ওমরা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয় সকাল ১০টায় কাফেলার আগ্রাবাদ হেড অফিসে।
হাফেজ মাওলানা মাহমুদুল হাসান এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন কেয়া এন্টারপ্রাইজ হজ্ব- ওমরা কাফেলার স্বত্ত্বাধিকারী আলহাজ্ব মোঃ শাহজাহান সাহেবে তিনি বলেন -আমি হজ্জব্রত পালন করতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হয়। তখন আমি সিদ্ধান্ত নিই হজ্ব ওমরা কাফেলা করার। আমি ব্যবসা করার জন্য কয়েকটা কোম্পানি আছে। এই সব কোম্পানিগুলো থেকে আমি ব্যবসা করি। যারা হজ্ব ওমরাহ করতে যান তারা আল্লাহর মেহমান আর আল্লাহর মেহমানদেরকে সহযোগিতা করার জন্য আমি কেয়ার এন্টারপ্রাইজ হজ্ব কাফলা খুলেছি। যেন হাজী সাহেবেরা আল্লাহর মেহমানরা কষ্ট না পায়। আমরা চেষ্টা করি কথা এবং কাজে মিল রাখার জন্য এবং মিল থাকে। আপনারা পবিত্র ওমরা পালনে তা প্রমাণ পাবেন ইনশাআল্লাহ। আপনারা কোন সমস্যার সম্মুখীন হলে তা আমার মুয়াল্লিম কে সাথে সাথে জানাবেন।
এই সময় আরো বক্তব্য রাখেন কাফেলার মুনাজ্জিম কাজী মুহাম্মদ সাদেকুল ইসলাম। কাফেলার মুয়াল্লিম হাফেজ মাওলানা মাসুম বিল্লাহ। এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন কাফেলার পরিচালক আলহাজ্ব ইন্জিনিয়ার মাহফুজুর রহমান সহেল, হাফেজ মাওলানা সামসুল মাওলা শরিফ, আলহাজ্ব এম এ কাশেম প্রমূখ। শেষে হাজী সাহেবেরা যেন সুন্দর ভাবে ওমরা পালন করে আসতে পারে এবং সুস্থ থাকতে পারে সেজন্য দোয়া করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.