ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ৯ নং এনায়েতপুর ইউনিয়নের কাহালগাও ও দোলমা মৌজার আর ও আর বাস্তবায়ন ও বন বিভাগের হয়রানির প্রতিবাদে দুই মৌজার বসবাসকারী এলাকাবাসী মানব বদল করেছেন গতকাল ( ১৭ ফেব্রুয়ারি) শনি সকাল ১০টা হতে দুপুর ১২.৩০টা পর্যন্ত দীর্ঘক্ষণ এ মানববন্ধনে হাজার হাজার নারী পুরুষ অংশগ্রহণ করেন। আর ও আর বাস্তবায়ন কমিটির আহবানে এ মানববন্ধনে বক্তব্য রাখেন আর ও আর বাস্তবায়ন কমিটির সভাপতি উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মৌলভী মোঃ আব্দুল মুন্নাফ, সহসভাপতি ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসির উদ্দিন, মৌলভী মোহাম্মদ আব্দুল সালাম সোবহান, সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম, কোষাধক্ষ্য হাজী শামসুল হক, গোলাম হোসেন, সাইফুল ইসলাম মেম্বার, আব্দুল আলিম শ্রমিক নেতা মোঃ ইদ্রিস আলী। মানববন্ধন শেষে বক্তরা বলেন, এই এলাকায় একটা মানুষ মারা গেলে কবর খুঁড়তে গেলে বন বিভাগ তাদের জায়গা বলে দাবি করেন। এমনকি বাঁশ ঝাড়ের বাঁশ কাটতে দেয় না, টাকা পয়সা না দিলে ঘর দুয়ার তুলতে দেয়া হয় না। শিক্ষা প্রতিষ্ঠানের বিল্ডিং করতে বাধা প্রদান করা করেন বন বিভাগ। এই এলাকার অনেক শিক্ষা প্রতিষ্ঠান এমপিও বন্ধ হওয়ার উপক্রম হয়ে পড়েছেন।
কারণ স্কুল মাদ্রাসার নবায়ন স্বীকৃতি আনতে গেলে জমির কাগজপত্র জমা দিতে হয়, সেখানেও বন বিভাগ আপত্তি জানান যার ফলে এলাকার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হওয়ার উপক্রম। তাই ১৯৬২ সালের আর ও আর বাস্তবায়নের জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: somoyernews24office@gmail.com
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.