প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৩১, ২০২৫, ১২:৩৭ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২৬, ২০২২, ১২:৩২ অপরাহ্ণ
নেত্রকোণায় বিজিবি’র অভিযানে ২২ লক্ষ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

নেত্রকোণা প্রতিনিধিঃ জেলার সীমান্তবর্তী কলমাকান্দা উপজেলায় অভিযান চালিয়ে ২১ লক্ষ ৯৭ হাজার ২ শত টাকা মূল্যমানের বিপুল পরিমাণে ভারতীয় ওরিও বিস্কুট এবং স্কীন সাইন ক্রীম উদ্ধার করেছে বাংলাদেশ ব্যাটালিয়ন নেত্রকোণা ৩১ বিজিবি।বুধবার (২৬ জানুয়ারি) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন, নেত্রকোণা ব্যাটালিয়ন ৩১ বিজিবির
অধিনায়ক লেঃ কর্নেল এ এস এম জাকারিয়া
প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ২৬ জানুয়ারি ভোর রাত ৪ টার দিকে জেলার কলমাকান্দা উপজেলার খারনৈই ইউনিয়নে অবস্থিত খারনৈই বিওপিতে কর্মরত মোঃ সামছুর রহমানের নেতৃত্বে ০৬ সদস্যের একটি টহল দল দায়িত্ব পালন করছিলো। ভারত সীমান্তের মেইন পিলার ১১৭৮ হতে আনুমানিক ০১ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে দক্ষিন গোবিন্দপুর নামক স্থানে নিজস্ব গোয়েন্দা তথ্যানুযায়ী ভারতের দিক হতে চোরাকারবারীরা মালামাল নিয়ে বাংলাদেশের দিকে আসতে দেখে বিজিবি'র টহল দল তাদের চ্যালেঞ্জ করলে চোরাকাবারীরা মালামাল ফেলে
দৌড়ে পালিয়ে যায়।
এসময় বিজিবি'র টহল দলটি ঘটনাস্থল থেকে ভারতীয় ওরিও বিস্কুট- ৬১০০ পিস এবং স্কীন সাইন ক্রীম-৫৮৮০ পিস জব্দ করে। যার সর্বমোট সিজার মূল্য- ২১লক্ষ ৯৭ হাজার ২ শত টাকা। জব্দকৃত চোরাচালানী মালামাল নেত্রকোণা কাষ্টমস অফিসে জমা করা হবে। উল্লেখ্য, এসময় কোন চোরাকারবারীকে আটক করা সম্ভব হয়নি বলে জানায় বিজিবি।
সম্পাদক ও প্রকাশক
মনির আহাম্মেদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়
সম্পাদকীয় কার্যালয়: এতিমখানা মার্কেট, ৫ম তলা, কদম মোবারক, চেরাগি পাহাড়, কোতোয়ালী, চট্টগ্রাম।
Hello: 01869-600700,
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.