চট্টগ্রাম হাটহাজারী উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের ২০১৯ সালের এস এস সি শিক্ষার্থীদের সংগঠন উদীয়মান ঊনিশ এর পক্ষ থেকে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ২১ মার্চ বিকাল ৪ টায় মির্জাপুর উচ্চ বিদ্যালয় হল রুমে উক্ত ইফতার সামগ্রী ও ইফতার মাহফিল অনুষ্ঠান সম্পন্ন হয়।
শুরুতে ৫০ পরিবারের মাঝে সমাজের অসচ্ছল মানুষের ঘরে ঘরে পৌঁছে দেয় উদীয়মান ঊনিশ এর সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন মির্জাপুর উচ্চ বিদ্যালয় এর সহকারী প্রধান শিক্ষক আক্কাস উদ্দীন,সিনিয়র শিক্ষক একরামুল হক,সিনিয়র শিক্ষক আশরাফুল ইসলাম সহ উদীয়মান ঊনিশ এর সদস্যবৃন্ধরা উপস্থিত ছিলেন।
এ সময় উদীয়মান ঊনিশ এর ব্যাচ প্রতিনিধি মুহাম্মদ সাইফুল ইসলাম সবুজ বলেন আমরা মূলত এ উদ্যোগ প্রতি বছর করে থাকি,এ পবিত্র মাহে রমজানে সমাজের অসচ্ছল মানুষের ঘরে এ ইফতার সামগ্রী পৌঁছে দিতে পেরে সত্যি আমরা আনন্দিত।মানবিক কার্যক্রমে উদীয়মান ঊনিশ সবসময় থাকবে বলে জানান।