
চট্টগ্রাম সন্দ্বীপ আইডিয়াল উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ এর উদ্যোগে শিক্ষক সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় গত ২৯ মার্চ, শুক্রবার নগরীর হালিশহরের একটি কমিউনিটি সেন্টারে। পরিষদের সভাপতি ডাঃ আব্দুল অদুদ এর সভাপতিত্বে ও পরিষদের দপ্তর সম্পাদক অ্যাডভোকেট আমিন রসুল রাসেল এর সঞ্চালনায় অনুষ্ঠান শুরু হয়।
এই সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইডিয়াল উচ্চ বিদ্যালয় সংবর্ধিত শিক্ষক সাবেক প্রধান শিক্ষক শেখ সিরাজুদ্দৌলা, সাবেক সহকারি শিক্ষক ও বর্তমান কাটগড় গোলাম নবী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীম বখতিয়ার, সাবেক সহকারি শিক্ষক নুরুল আবছার তালুকদার বেলাল, সাবেক সহকারি শিক্ষক বাবু রতন ব্যানার্জী, স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি নাদিম শাহ আলমগীর, সিনিয়র সহ-সভাপতি ও সোনালী ব্যাংক এর ডিজিএম সাইফুর রহমান, সহ-সভাপতি জাকির হোসেন, উপদেষ্টা শফিকুল মাওলা, সাধারণ সম্পাদক মোজাহিদুল ইসলাম মাসুম, অনুষ্ঠান আহবায়ক আনোয়ার হোসাইন পাশা, অনুষ্ঠান সদস্য সচিব ও ইসলামী ব্যাংক হাসপাতাল চট্টগ্রামের প্রশাসনিক কর্মকর্তা আব্দুল্লা আল-আজীজ সজীব, মহিউদ্দিন তুর্জ,স্যার আশুতোষ কলেজের প্রভাষক
সাইফুর রহমান সোহাগ, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মেডিক্যাল অফিসার, ডাঃ মনির উদ্দিন, প্রমুখ।