
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার হিসেবে হাটহাজারী পৌরসভার ৯টি ওয়ার্ডে ৪৬২১টি পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণের কার্যক্রম শুরু হয়েছে।
বুধবার (৩ এপ্রিল) সকালে হাটহাজারী পৌরসভার ব্যবস্থাপনায় পৌরসভার কার্যালয়ে ৯টি ওয়ার্ডের অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ভিজিএফের আওতায় এ চাল বিতরণ করেন পৌর প্রশাসক আলহাজ্ব মঞ্জরুল আলম চৌধুরী।
এসময় পৌর নির্বাহী অফিসার বিপ্লব চন্দ্র মুহুরী, ভিজিএফ দায়িত্বরত ও লাইসেন্স পরিদর্শক আকরাম হোসেন, কাউন্সিলর মোহাম্মদ আলী আজম, মোহাম্মদ জাফর, সহায়ক কমিটির সদস্য শামসুল আলম চৌধুরী, আজম উদ্দীন, সাইদুল হক খোকন, তোফাজ্জল হোসেন ফোরকান সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পৌর প্রশাসক মঞ্জরুল আলম চৌধুরী উপকারভোগীদের উদ্দেশ্যে বলেন, প্রতি বছরের মতো প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবারও ঈদ উপহার হিসেবে আপনাদের জন্য জনপ্রতি ১০ কেজি করে মোট ৪৬.২১মেট্রিক টন চাল দিয়েছেন। তিন দিনব্যাপী পৌরসভার কার্যালয়ে এসব এ চাল বিতরণ করা হবে। এজন্য তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য সকলের কাছে দোয়া চান।
পরে পৌর প্রশাসক মঞ্জরুল আলম চৌধুরী প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ১০ কেজি করে চাল পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের অসহায় ও দুস্থ পরিবারের হাতে তুলে দেন।