“লেখাপড়ার মানোন্নয়ন লক্ষ্য” মতবিনিময় সভায় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী অশোক কুমার নাথ

আড়াই যুগেরও বেশি সময় ধরে শিক্ষকতা করার পর অবসর নিয়েছেন। শিক্ষকতা পেশায় থাকাকালীন ছিলেন সামাজিক ধর্মীয় সংগঠনের সাথে জড়িত। সততা ও সফলতার সাথে সংগঠনের কাজ করায় সবার কাছে ছিলেন বিশ্বস্ত সংগঠক। সাথে ছিলেন শিক্ষক নেতা। সবমিলিয়ে অবসরের পর সমাজের সেবামূলক কর্মকান্ডকে এগিয়ে নিতে ও সেবা দিতে শুভাকাঙ্খীদের অনুরোধে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বলে সাংবাদিকদের জানালেন তালা প্রতীকের প্রার্থী অশোক কুমার নাথ।

বুধবার বিকেলে মতবিনিময় সভায় তিনি বলেন, নির্বাচিত হলে যেহেতু দীর্ঘদিন ধরে শিক্ষকতা করেছেন সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন সে অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে লেখাপড়ার মানোন্নয়ন তথা শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নে কাজ করবেন। অবহেলিত সমাজ ব্যবস্থা এবং যারা সুবিধা বঞ্চিত আছেন প্রশাসনের সহযোগিতা নিয়ে তাদের সার্বিক সহযোগিতা করবেন। হাটহাজারীর বিষফোঁড়া যানজট উল্লেখ করে তিনি আরো বলেন, হাটহাজারী বাসস্ট্যন্ড, চৌধুরীহাট, বড়দিঘিরপাড় এ তিনটি জায়গায় অসহনীয় যানজটের কারণে মানুষ চরম ভোগান্তিতে পড়ে নির্বাচিত হলে, স্থানীয় সংসদ সদস্য, উপজেলা প্রশাসন, ট্রাফিকের সমন্বয়ে তা নিরসনে সর্বোচ্চ চেস্টা করা হবে।

আগামী ২১ মে তালা প্রতীকে ভোট দিয়ে হাটহাজারীবাসীর সেবাকল্পে সুযোগদানের অনুরোধ জানান তিনি।