প্রেস বিজ্ঞপ্তি: করোনা ও ওমিক্রন থেকে সুরক্ষায় সমাজসেবা অধিদফতরের অধীন বিশেষ চাহিদা সম্পন্ন (মানসিক প্রতিবন্ধী) ২’শ জন শিক্ষার্থীকে কোভিড-১৯ ভ্যাকসিনের আওতায় আনার উদ্যোগ গ্রহণ করেছে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়। আজ ২৬ জানুয়ারি বুধবার প্রথম দিন সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর সিআরবি সংলগ্ন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) চট্টগ্রাম আঞ্চলিক কেন্দ্রে ৪৪ জন প্রতিবন্ধী শিক্ষার্থীকে অ্যাস্ট্রোজেনেকার ১ম ডোজ ভ্যাকসিন প্রদান করা হয়েছে। পর্যায়ক্রমে বিশেষ চাহিদা সম্পন্ন সকল শিক্ষার্থীকে ভ্যাকসিনের আওতায় আনা হবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভ্যাকসিন প্রদান কার্যক্রম তদারকি করেন বাউবি চট্টগ্রাম আঞ্চলিক কেন্দ্রের উপ-পরিচালক (অর্থ ও হিসাব) ও আঞ্চলিক পরিচালক মোঃ আনিছুল করিম। যারা ১ম ডোজ ভ্যাকসিন পেয়েছেন তাদেরকে আগামী ২ মাস পর ২য় ডোজ ভ্যাকসিন দেয়া হবে। এসময় উপস্থিত ছিলেন মানসিক প্রতিবন্ধী শিশুদের প্রতিষ্ঠানের অধ্যক্ষ আবুল কাশেম। ভ্যাকসিন প্রদান কাজে সহযোগিতা করেন স্বাস্থ্য পরিদর্শক অলক দাশ, স্বাস্থ্য পরিদর্শক পরিতোষ বড়–য়া ও সহকারী স্বাস্থ্য পরিদর্শক ইলু বড়–য়া। ভ্যাকসিন প্রদান বিষয়ে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী বলেন, আমাদের সকলকে সুরক্ষিত থাকতে হবে। সরকারের নির্দেশে চট্টগ্রামে শিক্ষার্থীরাসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রত্যেক মানুষকে কোভিড-১৯ ভ্যাকসিনের আওতায় আনার কার্যক্রম চলমান রয়েছে। কেউ ভ্যাকসিন না পেয়ে থাকবেনা। এটা বর্তমান সরকারের সময়োপযোগী ও যুগান্তকারী পদক্ষেপ। তিনি আরও বলেন, ভ্যাকসিন দেয়া থাকলে করোনার ঝুঁকি অনেকটা কম। করোনা ও ওমিক্রন থেকে রক্ষা পেতে হলে পর্যায়ক্রমে সবাইকে কোভিড ভ্যাকসিনের আওতায় আসতে হবে। নিজে ভ্যাকসিন নিয়ে অন্যকে ভ্যাকসিন নিতে উৎসাহিত করতে হবে। পাশাপাশি মাস্ক পরিধানসহ সামজিক দুরত্ব বজায় রেখে চলাফেরা করতে হবে। জমাসমাগম ঘটে এমন সামাজিক অনুষ্ঠান এড়িয়ে চলতে হবে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.