সাংবাদিকরা দেশের চতুর্থ স্তম্ভ। এটা আমরা মুখে বললেও বর্তমানে তাদের কার্যকারিতা আগের মত নেই। ধীরে ধীরে তাদের কার্যকারিতা কমে যাচ্ছে। তার কারণ দেশের বড় বড় মিডিয়ার মালিকানা কর্পোরেট হাউসে চলে গেছে। সাংবাদিকরা এখন চাইলেই যে কোন সত্য লিখতে পারেনা। হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদের কার্যালয় শুভ উদ্বোধনে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ও হাটহাজারী থেকে সপ্তমবারের সংসদ সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি এ কথা বলেন।
শনিবার (১৯ মে) উপজেলা সংলগ্ন হাটহাজারী পার্বতী উচ্চ বিদ্যালয় শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় ফিতা ও কেক কেটে কার্যালয় উদ্বোধনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শ্যামল নাথ।
দপ্তর সম্পাদক মুহাম্মদ আবু নোমানের সঞ্চালনায় প্রধান অতিথি হাটহাজারী উপজেলার সাংবাদিকদের উদ্দেশ্য বলেন, হাটহাজারী উপজেলার যেমন উন্নয়নের কথা তুলে ধরবেন তেমনি সমস্যার কথাও তুলে ধরবেন। আপনাদের লেখনির মাধ্যমে রাজনীতিবিদ, প্রশাসন তাদের ভুলগুলো শোধরাতে পারে। এসময় তিনি বলেন, সকল সাংবাদিকদের উদ্দেশ্য হল লেখনির মাধ্যমে জনগণের সেবা করা। সমাজের অসঙ্গতি তুলে ধরা তাহলে কেন সাংবাদিকদের ভেতর অনৈক্য থাকবে। সাংবাদিকদের ভেতর অনৈক্য হলে তাদেরই ক্ষতি হয়।
জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে বলেন, জাতীয় সংসদ নির্বাচনেও আমরা চেয়েছি একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপজেলা পরিষদ নির্বাচনও তেমন হোক। ভোটারদের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, কোন চাঁদাবাজ, ভূমি দস্যু কিংবা মাদকের সাথে জড়িত এমন কাউকে যেন ভোট দেয়া না হয়। হাটহাজারী শান্তির জায়গা শান্তি বজায় রাখতে একজন ভাল লোককে যাতে ভোট প্রয়োগ করেন হাটহাজারীবাসীর প্রতি সে বার্তা দেন মিডিয়ার মাধ্যমে। এসময় তিনি হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদের মানবিক কার্যক্রমের প্রশংসা করে এ সংগঠনকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.বি.এম মশিউজ্জামান, পৌর প্রশাসক আলহাজ্ব মঞ্জুরুল আলম চৌধুরী, হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান, বিরোধীদলীয় উপনেতার একান্ত সহকারী সচিব সৈয়দ মঞ্জুর আলম, অ্যাডভোকেট মোঃ ইসমাইল, সংগঠনের সহ-সভাপতি জাহেদ মঞ্জু, অর্থ সম্পাদক আবুল মনছুর।
শুরুতে সংগঠনের বিভিন্ন কার্যকলাপ তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোঃ বোরহান উদ্দিন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আসলাম পারভেজ, যুগ্ম সম্পাদক উজ্জ্বল নাথ, সহ-সম্পাদক জাহেদুল আলম জাহিদ, সাংগঠনিক সম্পাদক (ভারপ্রাপ্ত) সুমন পল্লব, প্রচার সম্পাদক রিমন মুহুরী, সাংস্কৃতিক সম্পাদক মোঃ ওসমান গনি, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ এরশাদ আলী, ধর্ম সম্পাদক মোঃ সাহাবুদ্দীন সাইফসহ আরোও অনেকে।
এছাড়া প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ ও সম্মাননা ক্রেষ্ট প্রদান করেন সংগঠনের নেতৃবৃন্দরা। একইসাথে সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে বিশেষ অতিথিদের শুভেচ্ছা জানানো হয় অনুষ্ঠানে।
শুরুতে পবিত্র কোরান ও ত্রিপিটক পাঠ করেন সংগঠনের অর্থ সম্পাদক আবুল মনছুর ও প্রচার সম্পাদক রিমন মুহুরী।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: somoyernews24office@gmail.com
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.