চট্টগ্রামের হাটহাজারীতে তারেক জিহান (২০) নামে এক যুবক নিজ বাড়িতে আত্মহত্যা করেছেন। তিনি গলায় লুঙ্গি পেঁচিয়ে আত্মহত্যা করেছে বলে জানায় তাঁর পরিবার। নিহত জিহান পৌর এলাকার ৮নং ওয়ার্ডের সুরত মিয়া দফাদারের বাড়ির দিদারুল আলমের ছেলে। তার তিন ভাই-বোনের মধ্যে সে বড়।
গতকাল (১৯ মে) সন্ধ্যায় তার শয়নকক্ষে ঝুলন্ত অবস্থায় তার দেহ দেখতে পেলে পরিবার ও স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক আগেই তার মৃত্যু হয়েছে বলে জানান।
চাচাতো ভাই রাফসান মাহিন জানায়, সে পাশ্ববর্তী গরুর ঘরে গেলে ঝুলন্ত জিহানকে দেখে চিৎকার দেয়। স্থানীয়রা চিৎকার শোনে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তার চাচা মোঃ মোজাফ্ফর জানান, হঠাৎ কেন এমন করেছে তা তারাও আন্দাজ করতে পারছে না। এমন কোন ঘটনা ঘটেনি আত্মহত্যা করতে হবে। তবে, টাকা পয়সার অভাবে মানসিকভাবে সবসময় কষ্ট থাকার কথা জানাতো।
এদিকে হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুজ্জামান জানান, হাসপাতালে আনার পর আমাদের জানায়। আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমকে পাঠিয়েছি।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: somoyernews24office@gmail.com
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.