
চট্টগ্রামের হাটহাজারী পৌরসভার রঙ্গীপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৫১০০ পিস সেগুন গাছের গুঁড়ি জব্দ করেছে উপজেলা প্রশাসন।
জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) তথ্যের ভিত্তিতে রোববার (১৯ মে) দিবাগত রাত ২টার দিকে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার এ বি এম মশিউজ্জামান এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহরাজ সাবরীন।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ বি এম মশিউজ্জামান বলেন, এনএসআই তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি কাঠের ডিপো থেকে এসব গাছের গুঁড়ি জব্দ করা হয়েছে। কিছু গাছের গুঁড়িতে মার্কিং নম্বর থাকলেও অধিকাংশ গুঁড়িতেই নম্বর নেই। সরকারি ক্রয়াদেশের বাইরে অধিকাংশ গাছের গুঁড়ি রাখার প্রমাণ পাওয়া যায়।
তিনি আরও বলেন, এসময় ঘটনাস্থলের আশপাশে ডিপোর মালিক বা শ্রমিক কাউকে না পাওয়ায় বনবিভাগকে গাছের গুঁড়িগুলো জব্দ করে নিয়মিত মামলা করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
এসময় এনএসআই এর প্রতিনিধি দল, বন বিভাগের কর্মকর্তাসহ মডেল থানা পুলিশের সদস্যগণ উপস্থিত ছিলেন।