সার্বজনীন মানব কল্যানে নিয়োজিত স্বেচ্ছাসেবী সংগঠন স্পৃহা ব্লাড ডোনেশন সোসাইটির আয়োজনে নগরীর দক্ষিণ কাট্টলী ১১ নং ওর্য়াড, আব্দুর পাড়া, চিটাগাং শাহ স্কুল এন্ড বিএম কলেজে বিশ্ব রক্তদাতা দিবস উদযাপন উপলক্ষে দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় এবং চর্ম ও এলার্জি রোগের চিকিৎসা সেবা দেওয়া হয়। এতে দূর দুরান্ত থেকে আসা প্রাই পাঁচ শতাধিক বিভিন্ন শ্রেনী পেশার মানুষের মাঝে এই চিকিৎসা সেবা প্রদান করেন। এতে চিকিৎসক এর দায়িত্ব পালন করেন ডাঃ কামরুন নাহার। এমবিবিএস, ডিডি, সিসিডি ফেলো ইন স্কিন এন্ড লেজার সার্জারী (ইন্ডিয়া, ইউএসএ) চর্ম, যৌন, কসমেটিক বিশেষজ্ঞ ও সার্জন। সংগঠনটির প্রতিষ্টাতা ও সাধারণ সম্পাদক জনাব মোঃ জমির আলম এর সঞ্চালনায় উক্ত মহতী আয়োজনে আরো উপস্থিত ছিলেন সংগঠন এর উপদেষ্টা জনাব ডাঃ জিতেন চন্দ্র শীল, মোঃ ইকবাল হোসেন, সিনিয়র সহ-সভাপতি মোঃ আলমগীর হোসেন, সহ-সভাপতি বাবলু দেবনাথ, কার্যকরী সদস্য মোঃ আলী আকবর সুমন, মোঃ নোমান খান, মোঃ সেলিম সিদ্দিকী, নির্বাহী সদস্য মোঃ রুবেল খান, মোঃ আকাশ প্রমূখ।
অনুষ্ঠিত কর্মসূচিতে আসা সেবা গ্রহীতারা জানান স্পৃহা'র এমন উদ্যোগ প্রশংসার দাবিদার কারন এসব কর্মসূচি পালন এর মাধ্যমে সমাজের অনেক গরীব অসহায় রোগীরা অন্তত ফ্রিতে চিকিৎসা সেবা নিয়ে কিছুটা হলে-ও উপকৃত হচ্ছে পরিশেষে সকল সেবা গ্রহীতারা স্পৃহা'র উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: somoyernews24office@gmail.com
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.