
আসন্ন হাটহাজারী পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী রিলায়েন্স শিপিং এন্ড লজিস্টিক এর চেয়ারম্যান, বিশিষ্ট শিক্ষানুরাগী, ক্রীড়া সংগঠক, দানবীর ও সমাজসেবক মোঃ রাশেদ পৌরসভার সাধারণ মানুষের সাথে মতবিনিময় করছেন।
শুক্রবার (২১ জুন) পৌরসভার ১ নং ওয়ার্ডস্থ মহারাজা মুন্সি জামে মসজিদে জুম্মার নামাজ ও হযরত কালাচাঁন ফকির জামে মসজিদে আছর নামাজ আদায় শেষে মুসল্লিদের সাথে সালাম ও কৌশল বিনিময় করেন তিনি।
এসময় জনগণকে উদ্দেশ্য করে তিনি বলেন, সকলের সমর্থন, দোয়া ও মতামত পেলে হাটহাজারী পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থী হবেন। বিগত সময়ের ন্যায় সাধারণ মানুষের পাশে থাকবেন বলেও প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এদিকে জুমার নামাজের পর মহারাজা মুন্সি জামে মসজিদ পরিচালনা কমিটির পক্ষ থেকে মোঃ রাশেদকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
পড়েছেনঃ ৫৪৬