অদ্য আনুমানিক সন্ধ্যা ৬ ঘটিকায় লেঃ কমান্ডার আফতাব উদ্দিনের নেতৃত্বে নৌবাহিনীর ০১টি সেকশন সিটি গেট এলাকায় টহল কার্যক্রম পরিচালনা করে। এ সময় সেচ্ছাসেবক ছাত্রদের সহায়তা এবং তাদের তথ্যের ভিত্তিতে একটি লাগেজ উদ্ধার করা হয় এবং সঙ্গীয় ব্যক্তিকে আটক করা হয়। উদ্ধারকৃত লাগেজটি চেক করে ১০ কেজি গাঁজা পাওয়া যায়। ছাত্ররা জানায়, লাগেজসহ একজন ব্যক্তির অস্বাভাবিক চলাফেরা দেখে তারা তাকে সন্দেহভাজন হিসেবে সনাক্ত করে এবং তাকে আটক করে।
পরবর্তীতে ছাত্রদের সাথে নিয়ে নৌবাহিনী টহল টিম আকবর শাহ থানায় যায়। একজন আসামিসহ মোট ১০ কেজি গাঁজা থানায় কর্তব্যরত এসআই এর নিকট হস্তান্তর করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.