স্বৈরাচারী শেখ হাসিনা ১৬ বছরের দু:শাসন ও পলায়নকে ইতিহাসের এক কলঙ্কিত অধ্যায় বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর যুবদলের যুগ্ন সম্পাদক সেলিম উদ্দিন রাসেল।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বাংলাদেশ বিমান বাহিনীর ইঞ্জিনিয়ার অধ্যায়নরত বোয়ালখালীর কৃতি সন্তান চট্টগ্রাম মোহাম্মদপুর এজে টাওয়ারের স্থানীয় বাসিন্দা বীর ওমর নূর আফছার পুলিশের গুলিতে ঢাকা উত্তরা ইসিবি চত্বরে শাহাদাৎ বরণ করেন।
চট্টগ্রাম মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক সেলিম উদ্দিন রাসেল বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রামে শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ ও ছাত্রলীগ, যুবলীগ যেভাবে গুলি চালিয়েছে একটা স্বাধীন দেশে তা চলতে পারে না। পুরো রাষ্ট্রকে সরকার নরকে পরিনত করেছিল । কথা বলার অধিকার ছিল না । বললেই গুম করা হতো, খুন করা হতো । গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে বহু মায়ের বুক খালি হয়েছে। শেষ মেষ জনগণের বিজয় হয়েছে।
তিনি বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে ছাত্র সমাজ যে ভূমিকা রেখেছে তা অপরিসীম। মানুষের অধিকার আদায়ের এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন জাতী তাদের শ্রদ্ধাভরে স্মরণ রাখবে।
শহীদ ওমর নূর আফছার এর পরিবারের প্রতি সমবেদনা জানাতে ছুটে জান চট্টগ্রাম মহানগর যুবদলের যুগ্ন সম্পাদক সেলিম উদ্দিন রাসেল, ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ কামাল, রাসেল আহমেদ, সত্যজিদ বডুয়া রুপু, সানি আহমেদ, ইমতিয়াজ,, জিসমাম,সহ অত্র এলাকার যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.