২০১৫ সালে ১০ মার্চ ততকালীন স্বৈরশাসক হাসিনা সরকারের আমলে রাজধানীর উত্তরা থেকে গুম হন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী আলহাজ্ব সালাহ উদ্দিন আহমেদ । ৬২ দিন পর ১১ মে ভারতের মেঘালয়ের শিলংয়ে স্থানীয় পুলিশ তাঁকে উদ্ধার করে। সেখানে দীর্ঘ ৯টি বছর নির্বাসিত জীবন পার করে ঢাকায় ফিরেন তিনি।
আগামি বুধবার ২৮ আগস্ট নিজ গ্রাম কক্সবাজারের পেকুয়ায় ফিরছেন সালাহউদ্দিন আহমেদ। প্রিয় নেতাকে বরণ করে নিতে প্রস্তুতি সভা করেছেন উপজেলার টইটং ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন। শনিবার (২৪ আগস্ট) বিকাল ৩ টায় টইটং উচ্চ বিদ্যালয়ের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
টইটং ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার জয়নাল আবেদীনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোসলেম উদ্দীন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক মুজিবুল হক চৌধুরী।
এ সময় বক্তারা বলেন “আগামী বুধবার ঢাকা থেকে কক্সবাজার ফিরছেন প্রিয় নেতা সালাহউদ্দিন আহমেদ। তাঁকে বরণ করতে পেকুয়াসহ বিভিন্ন উপজেলা বিএনপির লাখ লাখ নেতাকর্মীর সমাগম হবে কক্সবাজারে।আমাদের টইটং ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে প্রায় দেড় শতাদিক গাড়ি বহর নিয়ে কক্সবাজারের উদ্দেশ্যে রাওনা হব।”
সভায় আরও বক্তব্য রাখেন, ইউনিয়ন যুবদলের আহবায়ক আজমগীর, টইটং ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক এস এম ইমন, পেকুয়া উপজেলা ধর্ম বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, টইটং ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ ইসমাইল বাহার, টইটং ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক নুর আহম্মদ নুরী, টইটং ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক আক্তার আহম্মদ, পেকুয়া উপজেলা যুবদলের সহ-সভাপতি সাবেক ইউপি সদস্য শাহাদাৎ হোছাইন, টইটং ইউনিয়ন যুবদলের সদস্য সচিব এনামুল হক, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি শাহাজান, টইটং ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আলমগীর, টইটং ইউনিয়ন কৃষক দলের সভাপতি রুহুল কাদের,তৌহিদুল ইসলাম, বেলাল উদ্দিন, মোঃ জুনাইদ, সাইদুল, মোস্তাকিম বাবু, নুরুল আলম নয়ন, সাধারণ সম্পাদক,ছাত্রনেতা আনিস,রেজাউল আজিম প্রমুখ।