আজ ২৮ আগস্ট বিকাল ৩ টায় লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে বন্যা কবলিত এলাকায় ঔষুধ সামগ্রী ও শুকনা খাবার প্রদানের জন্য এক প্রস্তুতি সভা অস্থায়ী কার্যালয়ে চট্টগ্রাম মহানগর এলডিপির আহবায়ক জননেতা সৈয়দ গিয়াস উদ্দিন আলমের সভাপতিত্বে ও চট্টগ্রাম মহানগর এলডিপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য মোহাম্মদ নুরুল আজগর চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর এলডিপির আহবায়ক কমিটির সদস্য এস এম আবু জাফর, মো: একরামুল করিম ইমন, মো: জাহাঙ্গীর আলম, গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দল চট্টগ্রাম মহানগরের সভাপতি বি. এম সাইদুল হক, সি: সহসভাপতি মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান, পাহাড়তলী থানা এলডিপি নেতা মো: হারুন হায়দার, গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দল চট্টগ্রাম মহানগরের যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, দপ্তর সম্পাদক আবদুল হালিম, অর্থ সম্পাদক আমান উল্লাহ আমান ও সদস্য মো: ইকবাল প্রমুখ।
সভাপতির বক্তব্যে সৈয়দ গিয়াস উদ্দিন আলম বলেন, দেশ আজ খুবই সংকটময় মুহূর্ত অতিক্রম করছে। অন্যদিকে ভারতীয় ষড়যন্ত্রের সৃষ্ট বন্যা ও অন্যদিকে ছাত্র জনতার অর্জিত ত্যাগকে নস্যাৎ করার জন্য আওয়ামী স্বৈরাচারী সরকারের প্রেতাত্বারা উঠে পড়ে লেগেছে। এ অবস্থায় জনগণকে সতর্কতার সাথে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার মাধ্যমে ছাত্র-জনতার এ বিপ্লবকে স্বার্থক করার আহবান জানান।
সভায় আগামী ৩০ আগস্ট (শুক্রবার) ফেনীর দাগনভূঞাতে চট্টগ্রাম মহানগর এলডিপির উদ্যোগে ঔষুধ সামগ্রী ও শুকনা খাবার প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়।