৩১ আগস্ট শনিবার সীতাকুণ্ডের শুকলাল হাট বাড়ব কুন্ড,হাতিলোটা এলাকায় কোরআন খতম, মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজনের মধ্যে দিয়ে কোহিনুর স্টোন ব্রিক এন্ড ব্লক ফ্যাক্টরির শুভ উদ্বোধন করা হয়।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট আবদুল ওয়াহাব,এডভোকেট এ,বি,এম মোয়াজ্জেম হোসেন পাটোয়ারী,এডভোকেট মজির উদদিন,এডভোকেট জুলফিকার হায়দার ফয়সাল,এডভোকেট মোঃ ছানাউল্যাহ চৌধুরী, এডভোকেট মোঃ জামাল হোসাইন, ইন্জিনিয়ার এনামুল হক, বিশিষ্ট সমাজ সেবক মোঃ নুরুল আফসার তোহিদসহ স্থানীয় অনেক গণ্যমান্য ব্যাক্তিবর্গ ।
কোহিনুর স্টোন ব্রিক এন্ড ব্লক ফ্যাক্টরির কর্ণধার এডভোকেট বেলায়েত হোসেন বলেন আমাদের ফ্যাক্টরির যে ইট গুলো তৈরী করেছি সেই ব্লক গুলো শতভাগ পরিবেশ বান্ধব, সাশ্রয়ী এবং টেকসই। এই প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য হল মাটির তৈরি ইটের বিকল্প হিসেবে পরিবেশবান্ধব ইট ও ব্লক উৎপাদন করা। এই ইট এবং ব্লক তৈরিতে মাটি ব্যবহার করা হয়না।
মাটির তৈরি ইট উৎপাদন করতে হাজার হাজার একর জমি ক্ষতিগ্রস্ত হয়। দেশের উর্বর মাটি নষ্ট হয়, বৃক্ষনিধন হচ্ছে, ইটের কালো ধোঁয়া পরিবেশ মারাত্মক ক্ষতি করছে।
আমাদের পরিবেশ বান্ধব ব্লক ইট তৈরিতে হাজার হাজার একর জমি রক্ষা পাচ্ছে।
তিনি আরও বলেন, আমরা আশাকরি ভবিষ্যতে সারাদেশে এগুলোর ব্যবহার করা হবে এবং সরকার কর্তৃক সঠিক ভাবে অনুমোদন দেওয়া হলে ও আর্থিক সহযোগীতা করা হলে দেশের পরিবেশ রক্ষা হবে। পাশাপাশি বহুতল ভবন করতে আর্থিক সাশ্রয় হবে।
এই সময় অতিথিরা বলেন আমাদের কাছে ভালো লেগেছে বর্তমানে পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য নির্মাণ কাজের ক্ষেত্রে এই ব্লকের ব্যবহার হচ্ছে। যারা ব্রিক ফ্যাক্টরি করতে চাইছে তাদের এই ধরনের ফ্যাক্টরি করা উচিৎ।
অতিথিরা আরও বলেন আমরা আশা করবো পরিবেশ বান্ধব ইট গুলো বাংলাদেশের সকল মানুষের জন্য উপযোগী হবে ।
যে কেও এই ফ্যাক্টরিতে এসে পছন্দমত এবং শাস্রীয় মূল্যে সলিড ব্রিক,হলো ব্লক, ইউনিপেভার ক্রয় করতে পারেন। যোগাযোগের ঠিকানা : কোহিনুর স্টোন ব্রিক এন্ড ব্লক ফ্যাক্টরি, হাতিলোটা, বাড়বকুন্ড, শুকলাল হাট,সীতাকুণ্ড, চট্টগ্রাম
মোবাইল :01711141238
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.