"সৃজনশীল প্রতিভা বিকাশে সুনিপুন সোপান" এ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতিবছরের ন্যায় হাটহাজারীতে শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা'২৩ এর সনদ প্রদান ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শহীদ হালিম-লিয়াকত স্মৃতি সংসদ হাটহাজারী পৌরসভার ব্যবস্থাপনায় হাটহাজারী পৌরসভা জোনের পরিচালক হাফেজ মুহাম্মদ সোলাইমানের সভাপতিত্বে শনিবার (৩১ আগস্ট) হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় হলরুমে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রিলায়েন্স শিপিং এন্ড লজিস্টিক লিমিটেডের চেয়ারম্যান মুহাম্মদ রাশেদ।
এসময় তিনি বলেন, শিক্ষাই জাতির মেরুদন্ড এখানে সুশিক্ষার কথা বলা হয়েছে। একজন সুশিক্ষিত জাতিই পারে পরিবারকে নিজের সমাজকে দেশকে পরিবর্তন করতে। আর একজন শিক্ষার্থীকে তার লক্ষ্যে পৌঁছাতে হলে কঠোর পরিশ্রমের বিকল্প নেই। এসময় প্রধান অতিথি সংবর্ধিত শিক্ষার্থীদের উদ্দেশ্য করে নিজেও কঠোর পরিশ্রম করে আজ এ পর্যন্ত এসেছেন জানিয়ে তাদের কঠোর পরিশ্রমে উৎসাহ প্রদান করেন।
এর আগে অনুষ্ঠান উদ্বোধন করেন, আহলে সুন্নাত ওয়াল জামা'আত বাংলাদেশের অর্থ সচিব এডভোকেট মোখতার আহমদ ছিদ্দিকী।
অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা কেন্দ্রীয় পরিচালনা বোর্ডের পরিচালক অধ্যাপক মুহাম্মদ এমরানুল ইসলাম।
হাটহাজারী পৌরসভা জোনের উপ-পরিচালক (সার্বিক) মুহাম্মদ কুতুব উদ্দীন জিষারের উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, হাটহাজারী সরকারি কলেজের প্রভাষক ও হাটহাজারী প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক আবু তালেব, প্রভাষক মুহাম্মদ আরজু রনি, হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মোঃ বোরহান উদ্দিন, কেয়ার পার্ক হসপিটাল এন্ড ডায়াগনোস্টিক কমপ্লেক্সের পরিচালক মুহাম্মদ নাছির উদ্দীন রুবেল। এ ছাড়া উপদেষ্টা মাওলানা রফিকুল ইসলাম কাদেরী, সাইয়্যিদ মুহাম্মদ শফিউল আজম সাইফু, মুহাম্মদ মহিউদ্দীন (মহিন) বক্তব্য রাখেন। কৃতি শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন হাটহাজারী আনোয়ারুল উলুম নোমানিয়া সুন্নিয়া মাদ্রাসার শিক্ষার্থী জান্নাতুন নিছা রুমি।
সভা শেষে বিভিন্ন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১২৮ জন কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা সনদ, ক্রেষ্ট ও একটি ব্যাগ তুলে দেন অতিথিরা।
অনুষ্ঠানে হাটহাজারী পৌরসভা জোনের উপ পরিচালক (নিয়ন্ত্রক) মোহাম্মদ দিদারুল ইসলাম জিসান, সাবেক সদস্য হাফেজ শাহেদ উদ্দিন, সদস্য জাহেদ সরোয়ার, আরিফুল ইসলাম রিফাত, রাজু চৌধুরী, আরিফুল ইসলাম তারেক, আব্দুল্লাহ আল মামুন, হান্নান উদ্দিন, জামাল উদ্দিন, মঈনুদ্দিন, রিয়াদ, সাকিব, পারভেজ, তৌসিফ, সামির আলমসহ অনেকে উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.