কক্সবাজারের পেকুয়ায় “প্রচেষ্টা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ” এর প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। যার (রেজিঃ- নং ২৭০৮)
বৃহস্পতিবার (২৯ আগষ্ট) সকাল ১১টায় উপজেলার বারবাকিয়ার মৌলভী বাজারস্থ সমিতির অস্থায়ী কার্যালয়ে এ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়। সুন্দর ও উৎসব মুখর পরিবেশে টানা ৪টা পর্যন্ত চলে এ ভোট গ্রহণ।
সমিতির ৩০৫ জন ভোটারদের মাঝে সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, ৩ জন সদস্যসহ মোট ৫ টি পদের নির্বাচনে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ২১২ জন ভোটাররা ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করে পছন্দের প্রার্থীদের নির্বাচিত করেন।
এসময় “হাঁস প্রতীক” নিয়ে ১৬৩ ভোট পেয়ে সহ-সভাপতি নির্বাচিত হন মো. নুরুল হোসাইন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী “গোলাপ ফুল প্রতীক” নিয়ে ৪২ ভোট পেয়েছেন মো. ইকবাল হোসাইন।
“ফুটবল প্রতীক” নিয়ে ১৪০ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন মো. ফজুল করিম। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী “হরিণ প্রতীক” নিয়ে মো. আবছার পেয়েছেন ৬৩ ভোট। এছাড়াও “আম প্রতীক” নিয়ে ১৬২ ভোট পেয়ে হেলাল উদ্দিন, ‘বই প্রতীক” নিয়ে ১০৩ ভোট পেয়ে জসিম উদ্দিন ও “তালা-চাবি প্রতীক” নিয়ে ৯৩ ভোট পেয়ে আনছার উদ্দিন সদস্য নির্বাচিত হন।
তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী “কলসি প্রতীক” নিয়ে মো. কাইছার পেয়েছেন ৬২ ভোট। এদিকে সভাপতি পদে কোন প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বীতায় সভাপতি নির্বাচিত হয়েছেন সাইফুল ইসলাম চৌধুরী জুয়েল। নির্বাচন কমিশন দায়িত্ব পালন করেছেন পেকুয়া উপজেলা সমবায় অফিসার মোস্তাফা জামান, সহকারী ফৈজুল হক, রহিম উদ্দিন।
এছাড়াও কাদিমা কাটা ভ্রমন পেশাজীবি সমবায় সমিতির সভাপতি ওসমান গনিসহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।