বিএনপি সব সময় জনগণের স্বার্থ সমুন্নত রেখেছে :আবুল হাশেম বক্কর

চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেছেন, বিএনপি প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত দেশে গণতন্ত্র এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রতিটি আন্দোলন সংগ্রামে দেশ এবং জনগণের স্বার্থ সমুন্নত রেখেছে। এ কারণেই শত প্রতিকূল পরিস্থিতি পেরিয়েও দেশের গণতন্ত্রকামী জনগণের কাছে বিএনপি সবচেয়ে জনপ্রিয় দল। তবে দেশ বর্তমানে ইতিহাসের এক সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে। ছাত্র জনতার আকাঙ্ক্ষার বৈষম্যহীন বাংলাদেশ গড়ার কঠিন এক চ্যালেঞ্জের মুখে অন্তর্বর্তীকালীন সরকার। হাজারো শহীদের আত্মত্যাগের মধ্য দিয়ে গত ৫ আগস্ট দেশ স্বৈরাচারমুক্ত হয়েছে। তবে গণঅভুত্থানের সাফল্য নস্যাৎ করে দিতে স্বৈরাচারের দোসররা এখনো ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। তাই বাংলাদেশের পক্ষের শক্তি সতর্ক থাকলে বাংলাদেশকে আর বিপথে নেওয়া যাবে না।

তিনি রবিবার (১ সেপ্টেম্বর) বাদে জোহর নগরীর তিন পোলের মাথা গোলাম রসুল মার্কেট জামে মসজিদে বিএনপির ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এনায়েত বাজার ও আলকরন ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের মিলাদ ও দোয়া মহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন

দোয়া মাহফিলে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা ও বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা ও দীর্ঘায়ু কামনা এবং তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় মোনাজাত করা হয়। পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদ নেতাকর্মীদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা এবং বন্যা কবলিত এলাকায় নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন গোলাম রসুল মার্কেট জামে মসজিদের খতিব মাওলানা ইয়াহিয়া।

এতে উপস্থিত ছিলেন মহানগর বিএনপি নেতা জয়নাল আবেদীন জিয়া, মোহাম্মদ আলী, আবদুল বাতেন, কামরুল কুতুবী, ইউনুছ চৌধুরী হাকিম, মোস্তাফিজুর রহমান বুলু, আবদুর রহমান, আলমগীর আলী, এনায়েত বাজার ওয়ার্ড বিএনপির সভাপতি আলি আব্বাস খান, বক্সির হাট ওয়ার্ড বিএনপির সভাপতি এস এম মফিজ উল্লাহ, বাগমনিরাম ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক হাজি আবুল ফয়েজ, দক্ষিন বাকলিয়া ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক এয়াকুব চৌধুরী নাজিম, মহানগর স্বেচ্ছাসেবক দলের সি. যুুগ্ম সম্পাদক আলী মর্তুজা খান, মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক মো. সেলিম, ইদ্রিস আলম, কোতোয়ালী থানা যুবদলের সদস্য সচিব মো. হাসান, বিএনপি নেতা আবু মো. মহসিন, দিদারুল আলম, মাহাবুব আলম, জসিম উদ্দিন, মুসা আলম, আবদুল মান্নান, মো. ইসহাক,  আবদুল কাদের, মো. মোক্তার, মো. আজিম, মোক্তার আহমদ, মো. সেন্টু, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আমিন উল্লাহ, তানভীর মল্লিক, মো. নওশাদ, আবদুল্লাহ আল মামুন জিতু, দিদারুল আলম, মো. সমশের, মো. বেলাল, মো. এমরান, কামরুল কুতুবী, মাঈনুদ্দিন খান রাজিব, আবু সালেহ আবিদ, সাইদুল ইসলাম প্রমূখ।