বিএনপির সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর সাথে সীতাকুণ্ড উপজেলার প্রশাসনের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। বুধবার ৪ সেপ্টেম্বর বেলা ১১ টায় উপজেলা কনফারেন্স হলে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর প্রধানগণ স্বৈরাচার হাসিনার পতনের পর সম্মুখীন হওয়া বিভিন্ন সমস্যার বিষয়ে আসলাম চৌধুরীকে অবহিত করেন। বক্তব্য রাখেন, সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার কে এম রফিকুল ইসলাম, এসিল্যান্ড আলাউদ্দিন, প্রাণিসম্পদ কর্মকর্তা তাহামিনা আরজু, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুর উদ্দিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা আলম সরকার ও সীতাকুণ্ড থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্দ সোলাইমান।
আসলাম চৌধুরী তার বক্তব্যে ৫ আগস্ট পরবর্তী সময়ে আইন-শৃঙ্খলা বাহিনীর অনুপস্থিতিতেও সীতাকুণ্ডে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য দলীয় নেতাকর্মী ও সীতাকুন্ডবাসীকে ধন্যবাদ জানান। তিনি উল্লেখ করেন, সীতাকুণ্ডে মুসলমান-হিন্দুদের মাঝে একটি হৃদ্যতাপুর্ণ সম্পর্ক রয়েছে যা উদ্ভুত পরিস্থিতিতে কিঞ্চিত বিঘ্ন ঘটেনি। এখানকার মুসলমানেরা বরাবরের মতই হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় পাহারাদারের ভূমিকা পালন করেছে।
তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্রদের সাথে আমি একান্তে বসবো। তাদের কর্মকাণ্ডকে আরও শৃঙ্খলাপূর্ণ করতে সার্বিক সহযোগিতা করবো। একই সাথে ছাত্র-শিক্ষকদের মাঝে যাতে দূরত্ব সৃষ্টি না হয় সে বিষয়ে পদক্ষেপ নেয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন, কৃষি অফিসার কৃষিবিদ মোঃ হাবিবুল্লাহ, সমাজসেবা কর্মকর্তা লুৎফুন্নেসা, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শাহ আলম, মহিলা অধিদপ্তর কর্মকর্তা নাজমুন নাহার, মৎস্য কর্মকর্তা মো. শামীম, সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহবায়ক কমলকদর ও সাবেক ছাত্রনেতা বখতিয়ার উদ্দিন প্রমুখ।