হাটহাজারীতে অবৈধভাবে উত্তোলন করা বালু জব্দ করেছেন উপজেলা প্রশাসন। সোমবার (২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টা দিকে উপজেলার ধলই ইউনিয়নের ১নং ওয়ার্ড শফিনগর এলাকায় অবৈধভাবে তোলা বালু জব্দ করেন উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহরাজ শারবীন। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহরাজ শারবীন জানান, ধলই খাল হতে অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় কাউকে উপস্থিত পাওয়া যায় নাই। তবে উত্তোলিত বালু দৃশ্যমান ছিল এবং জব্দকৃত বালুর পরিমান আনুমানিক দুইশত ফুট বলে জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.