বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য, সংসদীয় দলের সাবেক হুইপ, চট্টগ্রাম মহানগরী আমীর, সাবেক এমপি আলহাজ¦্ধসঢ়; শাহজাহান চৌধুরী বলেছেন, দীর্ঘদিনের বিধ্বস্ত দেশকে পুনর্গঠন এবং আমাদের মাতৃভূমিকে ধর্মহীন করার সকল ষড়যন্ত্র রুখে দিতে হবে। পতিত আওয়ামীলীগ সরকার দেশের বিভিন্ন অঙ্গন থেকে ইসলামকে চিরতরে মুছে ফেলতে চেয়েছিল। আল্লাহ তায়ালা নিজস্ব রহমত দিয়ে তাঁর দ্বীনকে রক্ষা করেছেন। ভারতীয় উপমহাদেশের স্বাধীনতা সংগ্রাম, ব্রিটিশ বিরোধী আন্দোলন এবং বিশেষ করে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে আলেম-ওলামারা সর্বদা অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছেন। আমাদেরকে ইসলামী মূল্যবোধ রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলনে অটুট থাকতে হবে। ইসলামী মূল্যবোধ নিয়ে এদেশে আর কোনদিন ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। এখন সময় এসেছে সমস্ত অবিচার, দুর্নীতি ও জুলুমের বিচার দাবি করার।
১০ সেপ্টেম্বর চকবাজার থানা জামায়াতের উদ্যোগে ওলামা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চকবাজার থানা জামায়াতের আমীর আহমদ খালেদুল আনোয়ারের সভাতিত্বে দারুল উলুম আলিয়া মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত উক্ত ওলামা সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম দারুল উলুম আলিয়া ও বায়তুশ শরফ কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ড. মাওলানা সাইয়্যেদ আবু নোমান বলেন, ব্রিটিশ বিরোধী আন্দোলনে আলেম ওলামাদের ভূমিকা সবচাইতে বেশি ছিল। এই দেশ থেকে ব্রিটিশদেরকে বিতাড়িত করার জন্য ওলামায়েকেরাম উল্লেখযোগ্য অবদান রেখেছেন। আলেমরা যদি না থাকতো, আসমান ও জমিনের কোন অস্তিত্ব থাকতো না। হাদিস শরীফে উল্লেখ আছে, কিয়ামতের একটি অন্যতম নিদর্শন হচ্ছে কুরআন ও হাদিসে ইলম উঠে যাওয়া। ইলম উঠে যাওয়া মানে হচ্ছে হক্কানি- রাব্বানি আলেমদেরেক পৃথিবীর থেকে তোলে নেওয়া। এই আলেমদেরকে তোলে নেওয়ার মধ্যে দিয়ে কিয়ামত নিকটবর্তী হবে, কিয়ামতের পরিবেশ তৈরি হবে। এই জন্য আলেম ওলামারা দেশের রাহাবার, নকিব উম্মতের পথপ্রদর্শক।
চকবাজার থানা জামায়াতের সেক্রেটারি আব্দুল হান্নানের সঞ্চালনায় অনুষ্ঠিত ওলামা সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নগর জামায়াতের নায়েবে আমীর মুহাম্মদ নজরুল ইসলাম। তিনি বলেন, সকল প্রকার জুলুম নির্যাতনের কারিগর হচ্ছে স্বৈরাচারী শেখ হাসিনা। ধ্বংসকারী গুণ তিনটি। এর অন্যতম হচ্ছে একগুঁয়েমী করা, নিজের মত ছাড়া অন্য কোন মত গ্রহণ না করা। এটা হচ্ছে ধ্বংকারীর সবচাইতে নিকৃষ্ট গুণ। শেখ হাসিনার এই গুণটি ছিল, সেজন্যই জাতি, সমাজ, দেশের অর্থনীতি ধ্বংস হয়েছে।
উক্ত ওলামা সমাবেশে আরো বক্তব্য রাখেন, আর্ন্তজাতিক ইসলামী বিশ^বিদ্যালয়ের আরবী বিভাগের চেয়ারম্যান ড. মাওলানা মাহমুদুল হাসান, চট্টগ্রাম দারুল উলুম আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মহসিন ভ‚ঁইয়া, চট্টগ্রাম দারুল উলুম আলিয়া মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা ওবায়েদুল্লাহ, বাকলিয়া ইসকপ জামে মসজিদের খতিব মাওলানা মমতাজুর রহমান, সলিমা সিরাজ মহিলা মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হামেদ হাসান, চট্টগ্রাম দারুল উলুম আলিয়া মাদ্রাসার প্রধান মুহাদ্দিস মাওলানা আহমদুর রহমান নদভী, সীতাকুÐ আলিয়া মাদ্রাসার প্রধান মুহাদ্দিস মাওলানা সেলিম জাহাঙ্গীর, চন্দনপুরা জামে মসজিদের খতিব মাওলানা হেলাল উদ্দিন, সলিমা সিরাজ মহিলা মাদ্রাসার উপাধ্যক্ষ মহসিন আল হোসাইনী, ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তরের সেক্রেটারি তানজির হোসেন জুয়েল। এতে আরো উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী মুহাম্মদ ইলিয়াস,জামায়াত নেতা এরশাদুল ইসলাম, মাওলানা খালেদ জামাল প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: somoyernews24office@gmail.com
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.