
কপালে দাগ, পরণে পান্জাবী, মুখে দাঁড়ি চুরত নিয়ে এদেশের টাকা যারা বিদেশে পাচার করে দেয় তারা দেশ প্রেমিক হতে পারে না। গতকাল বুধবার দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসায় এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালেদ হোসেন একথা বলেন।
মাদরাসার মুহতামীম মুফতী খলিল আহম্মদ কাশেমীর সভাপতিত্ব ও মাওলানা আশরাফ আলী নিজামপুরীর সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে তিনি আলেম ওলামাদের পরস্পর বিবেদ ও বিচ্ছিন্ন না থেকে ঐক্যবদ্ধ হয়ে দেশে ঐতিহাসিক ভুমিকা রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে হেফাজতের কেন্দ্রিয় ও স্থানীয় নেতৃবৃন্দের পক্ষ থেকে কওমী মাদরাসার স্বীকৃতির সনদ সরকারীভাবে মূল্যায়ন করা, সংখ্যা গরিষ্ঠ বাংলাদেশে শরিয়া কোর্ট প্রতিষ্ঠা করে মজলুম জনগণের ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, ২০১৩ সালে শাপলা গণহত্যা, ২০২১ সালের মোদি বিরোধী আন্দোলন ও ২০২৪ সালের ফ্যাসিস্ট হাসিনা সরকার হটাতে শহিদ ও কারা নির্যাতিতদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা। বাংলাদেশের ধর্মীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ইসলামী ফাউন্ডেশন এর ডিজি ও ডাইরেক্টর পদে ফ্যাসিস্ট হাসিনা
সরকারের দোসরদের হটিয়ে নিরাপেক্ষ ও ধর্মীয় ব্যক্তিদের পদায়ন করা। জুলাই’২৪ শে বৈষম্য বিরোধী আন্দোলনে ৭২ জন হাফেজ-আলেম শাহাদাত বরণকারীদের বিষয়ে সরকারিভাবে স্বীকৃতি ও পূর্ণবাসন করা। ২০১৩ ও ২০২১ সালে আওয়ামী সরকার কর্তৃক সারা দেশে আলেম ওলামাদের বিরুদ্ধে রুজুকৃত মিথ্যা মামলা প্রত্যাহারসহ দাবী জানিয়ে উপদেষ্টাকে স্মারকলিপি প্রদান করেন। সংবর্ধনা অনুষ্ঠান শেষ তিনি মরহুম আল্লামা শাহ আহম্মদ শফী ও আল্লামা জুনায়েদ বাবু নগরীর কবর জেয়ারত করেন। পরে বিকাল চারটায় হাটহাজারী পৌরসভার পশ্চিম আলীপুরে মারকাযুত তা’লীম ওয়াত তারবিয়াহ মাদরাসায় হেফাজত নেতা মাওলানা নাছির উদ্দিন মুনিরের সভাপতিত্বে হাটহাজারীর অপর এক মত বিনিময় সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বক্তব্য রাখেন। বাদ আসর তিনি হাটহাজারী মাদরাসার পাশে কেন্দ্রিয় সীতাকালি মন্দির পরিদর্শন করেন।