আন্তর্জাতিক মানবাধিকার কমিশন চট্টগ্রাম উত্তর জেলার আহ্বায়ক সৈয়দ মোস্তফা আলম মাসুম বলেন, বিগত সাড়ে ১৫ বছর সীতাকুন্ড- এলাকায় ব্যাপকভাবে মানবাধিকার লঙ্ঘন হয়েছে। বাদ পড়েনি রাজনীতিবিদ, ব্যবসায়ী-ক্ষুদ্র ব্যবসায়ীসহ আপামর জনসাধারণ। প্রতিটি মানবাধিকার হরনকারীদের বিচার এই বাংলাদেশের মাটিতে হবে। তাই সীতাকুন্ড- এলাকায় অতীতে যে সমস্ত এলাকায় মানবাধিকার লঙ্ঘিত হয়েছে তার শ্বেতপত্র তৈরি করার জন্য সীতাকুন্ড- প্রতিনিধিদের এবং আগামীতে যাতে আর মানবাধিকার লঙ্ঘিত না হয় সে ব্যাপারে সজাগ থাকার আহ্বান জানান।
বুধবার (১১ সেপ্টম্বর) বিকাল ৩ ঘটিকায় আন্তর্জাতিক মানবাধিকার কমিশন চট্টগ্রাম উত্তর জেলার আওতাধীন সীতাকুন্ড- উপজেলার ৪ ইউনিটের কমিটি গঠনকল্পে এক প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন। সীতাকুন্ড উপজেলার প্রতিনিধি মোহাম্মদ মহিউদ্দিনের সভাপতিত্বে ফৌজদারহাটে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার কমিশন চট্টগ্রাম উত্তর জেলার সদস্য সচিব মোঃ আওরঙ্গজেব খান সম্রাট । অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ মুসলিম উদ্দিন ভূঁইয়া, মোঃ মিজানুল হক, মোঃ ইকবাল হোসেন বাপ্পী, মোঃ দিদারুল আলম, মাসুদা বেগম কমিশনার, মোঃ আনোয়ারুল ইসলাম, মোঃ আবুল মনসুর মেম্বার, সীতাকুন্ড উপজেলা, পৌরসভা, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় ও কলেজ-এর প্রতিনিধির মধ্যে বক্তব্য রাখেন অনুপ মল্লিক, ইমতিয়াজ নঈম আরমান, রুবেল দাশ, রাসেল মহাজন, জাহেদা আক্তার, শুভ দাশ, মো. আল মুক্তাদীর জিসান প্রমুখ। প্রতিনিধি সভায় সর্বসম্মতিক্রমে আন্তর্জাতিক মানবাধিকার কমিশন সীতাকুন্ড উপজেলা কমিটিতে মোহাম্মদ মহিউদ্দিন কে আহ্বায়ক, মোঃ ইকবাল হোসেন বাপ্পী কে সিনিয়র যুগ্ম আহ্বায়ক, মোঃ দিদারুল আলম ও মোঃ আনোয়ারুল ইসলামকে যুগ্ম আহ্বায়ক, মো. ইমতিয়াজ আরমানকে সদস্য সচিব ও মো. মিজানুল হক, আবুল মনসুর মেম্বার, রাসেল মহাজন, তমাল হোসেন, নির্ঝর সাহাকে সদস্য করা হয়। সীতাকুন্ড পৌরসভা কমিটিতে মোঃ মুসলিম উদ্দিন ভূইয়াকে আহ্বায়ক, মাসুদা বেগম কমিশনারকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক, মোঃ মাসুদ হোসেনকে সদস্য সচিব, জেরিন আক্তার, অনুপ মল্লিক রিকন, রুবেল দাশ, গোলাম সাদেককে সদস্য করা হয়। আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় শাখায় মেহেদী আহসান রাহাতকে আহ্বায়ক, মোঃ সামি আল জাবেরকে যুগ্ম আহ্বায়ক ও মোঃ নাহিদুল ইসলাম জয়কে সদস্য সচিব করা হয়। বিজয় স্মরণী ডিগ্রী কলেজ শাখায় মোঃ আল মুক্তাদীর জিসানকে আহ্বায়ক, যুগ্ম আহবায়ক মিনহাজুল রহমান মাহি ও মো. আব্দুল আজিজকে সদস্য সচিব করে কমিটি গঠন করা হয়।
কমিটি গঠন শেষে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে সৈয়দ মোস্তফা আলম মাসুম আরও বলেন, আন্তর্জাতিক মানবাধিকার কমিশন চট্টগ্রাম উত্তর জেলাকে একটি আধুনিক জেলায় রুপান্তরিত করার জন্য সীতাকুন্ডের প্রতিটি পর্যায়ে মেধাবী, ত্যাগী ও পরিশ্রমী নেতৃবৃন্দকে সংশ্লিষ্ট এলাকায় সাংগঠনিক দায়িত্ব সাহসিকতার সাথে পালন করার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.