চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানাধীন রূপনগর আবাসিকের কালীর ছড়া সংলগ্ন এলাকায় পাহাড় কাটার সংবাদ পেয়ে পরিবেশ অধিদপ্তর ও সিএমপি পুলিশের সহযোগিতায় তাৎক্ষণিক মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসন। অভিযানে মোঃ ইয়াছিন নামের একজনকে হাতেনাতে গ্রেপ্তারসহ ১০ হাজার টাকা জনিমানা করা হয়। আজ ১৭ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন মহানগরীর কাট্টলী সার্কেল ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী।
তিনি জানান, পাহাড় কেটে ইটের সীমানা প্রাচীর নির্মাণ করছিলেন গ্রেফতারকৃত ইয়াছিন। জিজ্ঞাসাবাদে তিনি দোষ স্বীকার করে জানান, মঈন প্রকাশ লাল মহিউদ্দিন নামক জনৈক ব্যক্তির নির্দেশে রাজমিস্ত্রি হিসেবে কাজটি করছিলেন। আসামীর অপরাধ আমলে গ্রহণ করে বিচারের জন্য পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সাইফুল ইসলাম মোবাইল কোর্টে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের সত্যতা থাকায় এবং আসামীর অপরাধ উদঘাটিত হওয়ায় তাকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ৬(খ) ধারার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসাথে পাহাড় কর্তনের নির্দেশদাতা মঈন পলাতক থাকায় তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের জন্য পরিবেশ অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ প্রদান করা হয়। নির্মীয়মান ইটের দেয়াল পরিবেশ অধিদপ্তরের মাধ্যমে ভেঙ্গে দেয়া হয়। জনস্বার্থে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.