১৮ সেপ্টেম্বর ২০২৪ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য, সংসদীয় দলের সাবেক হুইপ, চট্টগ্রাম মহানগরী আমীর ও সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরীর নেতৃত্বে এক প্রতিনিধি দল বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র পরির্দশন ও চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার ইমাম হোসেনের সাথে মতবিনিময় করেন।
এতে প্রতিনিধি দলের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশে জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য নগর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, নগর এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ, মোরশেদুল ইসলাম চৌধুরী, বিটিভি প্রডিউসার (নিউজ) হাসান আমান, নগর সাহিত্য সংস্কৃতি বিষয়ক দায়িত্বশীল সেলিমউল্লাহ জামান, সাবেক ছাত্রনেতা সাইফুদ্দিন খালেদ, দৈনিক সংগ্রাম চট্টগ্রাম ব্যুরোর স্টাফ রিপোটার নুরুল আমিন মিন্টু প্রমুখ।
মতবিনিময় কালে নগর জামায়াত আমীর আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেন, দীর্ঘ ১৭ বছর পর্যন্ত বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের কোন উন্নয়ন হয়নি। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের দাবি, চট্টগ্রামের শিল্প সাহিত্য, বাণিজ্য, কৃষি, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি বিষয়ে সমস্যা ও সম্ভাবনা তুলে ধরার মাধ্যমে সিটিভি ও বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের উন্নয়নের জোর দাবি জানান।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: somoyernews24office@gmail.com
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.