শুলকবহর সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে সিরাতুন্নবী মাহফিল অনুষ্ঠিত

৮ নম্বর শুলকবহর ওয়ার্ড সমাজকল্যাণ পরিষদের উদ্যাগে ২ নম্বর গেট কর্ণফুলী মার্কেট চত্ত¡রে সম্প্রতি সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সংসদীয় দলের সাবেক
হুইপ, চট্টগ্রাম মহানগরী আমীর ও সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী।

প্রধান ওয়ায়েজ হিসেবে তাফসির পেশ করেন মাওলানা সেলিম জাহাঙ্গীর সাহেব। বিশেষ ওয়ায়েজ তাফসির পেশ করেন বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা মুফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগরীর নায়েবে আমীর মুহাম্মদ নজরুল ইসলাম, নগর
সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, পাঁচলাইশ থানার আমীর ইঞ্জিনিয়ার মাহবুবুল হাসান, থানার এসিস্ট্যান্ট সেক্রেটারি তাওহীদ আজাদ, সফিউল আজম মন্টি প্রমুখ। উক্ত প্রোগ্রামে সভাপতিত্ব করেন শুলকবহর সমাজকল্যাণ পরিষদের প্রধান সমন্বয়ক মাওলানা আব্দুর রহিম, পরিচালনা করেন আয়োজক কমিটির সেক্রেটারি শহীদুল্লাহ্ধসঢ়; তালুকদার। আরো বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার আবুল কালাম, জাহান উদ্দিন, ডা. খালেদ বিন কবির, মো. নুরুল ইসলাম প্রমুখ।