
দেশের কর্ণধার হতে হলে একজন ভাল মানুষ হতে হলে পড়ালেখার বিকল্প নাই। পাশাপাশি খারাপ মানুষের সঙ্গ পরিহার করতে হবে। হাটহাজারী পার্বতি মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে গাছের চারা রোপন ও বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম এ কথা বলেন।
মঙ্গলবার (১ অক্টোবর) বিদ্যালয়ের হলরুমে চারা রোপন ও বিতরণ পূর্বে এ উপলক্ষে আলোচনায় সভায় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে করে আরো বলেন, মেয়ে হোক ছেলে হোক নিজেকে বোঝা মনে করা চলবে না। আজ শিক্ষার্থী ভবিষ্যতে দেশের ডিসি, এসপি হতে হলে ভাল পড়ালেখা তথা কঠোর পরিশ্রম করতে হবে। পাশাপাশি বাবা মা’র কাজে সহযোগিতা করতে হবে।
সহকারী প্রধান শিক্ষক মোঃ ইলিয়াছের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার এবিএম মশিউজ্জামান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্তি জেলা ম্যাজিষ্ট্রেট মো. সাদি উর রহিম সাদিদ, সিনিয়র সহকারী কমিশনার আবু রায়হান, সহকারী কমিশনার খোন্দকার ফারজানা সেতু, সহকারী কমিশনার (ভূমি) মেহরাজ শারবীন, পিআইও নিয়াজ মোর্শেদ প্রমূখ।
এছাড়াও জেলা প্রশাসক প্রথমে হাটহাজারী উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মত বিনিময় করেন। মত বিনিময় কালে তিনি বর্তমান সরকারের গৃহীত কর্মসূচির নানা বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেন। এরপর উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপজেলার আওতাধীন কৃষকদের মধ্যে কৃষি প্রনোদনা বিতরণ করেন। পরে প্রকল্প বাস্তবায়ন দপ্তরের পক্ষ থেকে অগ্নিদূর্গত ১৭ পরিবার ও বজ্রপাতে নিহত এক পরিবারের মধ্যে আর্থিক সহায়তা বিতরণ করেন। পরে তিনি উপজেলা কৃষি বিভাগ এবং হাটহাজারী পৌরসভা কার্যালয় সহ শিকারপুর বাথুয়া এলাকার একটি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।