হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এ দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রামের হাটহাজারীতে ১২৮টি পূজামণ্ডপে একযোগে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দুর্গাপূজা উদযাপন চলছে। পাঁচ দিনের এই উৎসব আনন্দমুখর করে তুলতে নানা আয়োজন করেছেন হিন্দু ধর্মাবলম্বীরা। মণ্ডপে মণ্ডপে চলছে দেবী দুর্গার আরাধনা।
দুর্গোৎসবের মহা অষ্টমীতে (১১ অক্টোবর) শুক্রবার সন্ধ্যায় হাটহাজারী উপজেলার চৌধুরীহাট এলাকায় চট্টগ্রাম রেঞ্জ পুলিশের ডিআইজি মো. আহসান হাবীব পলাশ চৌধুরীস্থ ফতেয়াবাদ পল্লী সংগঠন পূজা মন্ডপ পরিদর্শন করেন। এ সময় সনাতন ধর্মের মানুষদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন পুলিশের কর্মকর্তারা।
চট্টগ্রাম রেঞ্জ পুলিশের ডিআইজি মো. আহসান হাবীব পলাশের সাথে আরো উপস্থিত ছিলেন, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার রায়হান উদ্দীন খান, হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম মশিউজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) সোয়েব আহমেদ খান, হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুর রহমান।
ফতেয়াবাদ পল্লী সংগঠন সমিতির সভাপতি কল্যান পালের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, হাটহাজারী পূজা উদযাপন পরিষদের সভাপতি মাস্টার অশোক কুমার নাথ, যুগ্ম আহবায়ক সাংবাদিক বাবলু দাশ, টিটু তালুকদার, সদস্য সচিব উজ্জ্বল দত্ত, সদস্য সুভাষ নাথ, রিপন নাথ, জুযেল দাশ, প্রকাশ শীল,
ফতেয়াবাদ পল্লী সংগঠন সমিতি সহ-সভাপতি অধ্যাপক বিকাশ নন্দী, লিটন পালিত, সাধারণ সম্পাদক চন্দন বিশ্বাস, সহ সাধারণ সম্পাদক নটরাজ চৌধুরী, ফতেয়াবাদ পল্লী সংগঠন সমিতি, মুখেশ নন্দী, ধীমান পাল, নিপু বিশ্বাস, জিকু শীল, শৈবাল নন্দী, প্রসেনজিৎ চৌধুরী, বিশ্বজিৎ পাল, এফ.এম.89 রেডিও ইনচার্জ বিপ্লব পাল, তড়িৎ দাশ, লিটন দে, দেবাশীষ পাল, উজ্জ্বল ধর, নাথুরাম ধর প্রমূখ।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.