সীতাকুণ্ডের বিতর্কিত সাব-রেজিস্ট্রার রায়হান হাবিবের অপসারণ চেয়ে দুই দিনের আল্টিমেটাম দিয়েছেন উপজেলায় কর্মরত দলিল লেখকগণ। আর এ দাবি পূরণ না হলে তারা অনির্দিষ্টকালের জন্য কলমবিরতিতে যাওয়ার হুশিয়ারি দেন।
সোমবার (২১ অক্টোবর) দুপুর ১২ টায় সীতাকুণ্ড
উপজেলা পরিষদের অভ্যন্তরে অবস্থিত সাব-রেজিস্ট্রার অফিসের সামনে বাংলাদেশ দলিল লেখক সমিতি সীতাকুণ্ডের উদ্যোগে আয়োজিত এক মানববন্ধন থেকে এ ঘোষণা দেওয়া হয়।
এ সময় মানববন্ধনে উপস্থিত দলিল লেখকগণ তাদের বক্তব্যে সাব-রেজিস্ট্রার রায়হান হাবিবের সীমাহীন ঘুষ-দুর্নীতি ও অশালীন আচরণের চিত্র তুলে ধরেন। তারা বলেন, প্রত্যেকটি দলিলে নির্দিষ্ট পরিমাণ ঘুষ দেয়ার পরও নানা কারণ দেখিয়ে ১০ থেকে পঞ্চাশ হাজার বা তারও বেশি টাকা অতিরিক্ত দাবি করেন সাব-রেজিস্ট্রার রায়হান হাবিব। তারা অভিযোগ করে বলেন, তার অনৈতিক এসব দাবি পূরণে অপারগতা দেখালে দলিল লেখকগণকে হেনেস্থা করা হয়। সম্প্রতি দলিল লেখক হারুন অর রশিদের কাছ থেকে কাঙ্খিত ঘুষ না পেয়ে তাকে নাজেহাল করা হয়েছে। এমনকি তার লাইসেন্স বাতিলের হুমকি দেন সাব-রেজিস্ট্রার। তাতেই ক্ষানত হননি রায়হান হাবিব। তড়িঘড়ি করে হারুণ অর রশিদকে দেন ভিত্তিহীন শোকজ নোটিশও।
দলিল লেখক সমিতি সীতাকুণ্ডের সাধারণ সম্পাদক সাইফুল কামাল বলেন, রায়হান হাবিবের সীমাহীন ঘুষের চাহিদা মেটাতে ব্যর্থ সেবাগ্রহীতারা। ঘুষের যাঁতাকলে পড়ে ইতিমধ্যে সীতাকুণ্ডে দলিল সম্পাদনের হার ৫০ ভাগ কমে গিয়েছে।
সভাপতি ও প্রবীণ দলিল লেখক রফিক উদ্দিন আহাম্মদ বলেন, গত পঞ্চাশ বছরের ইতিহাসে সীতাকুণ্ডে এমন ঘুষখোর সাব-রেজিস্ট্রার দেখিনি। ঘুষ ছাড়া একটি দলিলও সম্পাদন করেন না তিনি। এরপর আবার দলিল লেখকগণকে হেনস্থা। আমরা আগামী ২৩ অক্টোবর বুধবারের মধ্যে সাব-রেজিস্ট্রার রায়হান হাবিবের অপসারণ চাই। অন্যথায় সীতাকুণ্ডের সকল দলিল লেখকগণ অনির্দিষ্টকালের কলমবিরতি পালন করবে।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন, সীতাকুণ্ড দলিল লেখক সমিতির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবুল মুনছুর, সহ-সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম, মোঃ বেলাল হোসেন, মোঃ জাকির হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ তৌহিদ মুরাদ, সাংগঠনিক সম্পাদক ফারুক আহম্মদ, অর্থ সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন সাহেদ, দপ্তর সম্পাদক জাহেদ হোসেন, সদস্য প্রবীণ দলিল লেখক ফনি ভূষণ চৌধুরী, মোঃ সুজন, দেলোয়ার ইসলাম, মাসুদ পারভেজ চৌধুরী, বিপুল কুমার সুর্ম, নাজমুল হাসান হেলাল প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.