কল্যাণমুখী সমাজ বিনির্মাণে নিবেদিত দেশের ঐতিহ্যবাহী দীন-দরদী সংগঠন আল-আমিন সংস্থার উদ্যোগে ঐতিহাসিক ৩ দিনব্যাপী তাফসীরুল কুরআন মাহফিল সফল করতে হাটহাজারীর স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৭ অক্টোবর) বিকেল ৫টায় হাটহাজারী পৌরসভাস্থ মাদরাসা শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় সংস্থার কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় সংস্থার সেক্রেটারি মুহাম্মাদ আহসান উল্লাহ আগামী ৩০, ৩১অক্টোবর ও ১ নভেম্বর অনুষ্ঠিতব্য তাফসীর মাহফিল সফল করতে উপস্থিত সাংবাদিকবৃন্দের সহযোগিতা ও পরামর্শ কামনা করেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, আল-আমিন সংস্থার উপদেষ্টা মুফতী জসীমউদ্দিন, সিনিয়র সহসভাপতি মাওলানা হাবীবুল হক বিন খালেদ, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাও. ওসমান, কার্যকরি সদস্য মাওলানা জাহাঙ্গীর, মাওলানা শহীদ,
বাণিজ্য সম্পাদক মাওলানা হাশেম, সহপ্রচার সম্পাদক মাওলানা আনিসুর রহমান, সমাজকল্যাণ সম্পাদক ওজায়ের হামিদি এবং হাটহাজারী প্রেসক্লাব ও হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদের সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: somoyernews24office@gmail.com
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.