চট্টগ্রামের প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীতে অভিযান চালিয়ে দুই হাজার ৫০০ মিটার অবৈধ ঘেরা জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন।
শনিবার দিবাগত রাত ১২টা থেকে রাত ৩টা পর্যন্ত হালদা নদীর অংশে গড়দুয়ারা, উত্তর মাদার্শা এলাকা থেকে এসব জাল জব্দ করা হয়। অভিযান পরিচালনা করেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবিএম মশিউজ্জামান।
তিনি বলেন, হালদা নদীর গড়দুয়ারা, উত্তর মাদার্শার ইউনিয়নের বিভিন্ন অংশ ও রাউজান সীমান্তের বিভিন্ন অংশে অভিযান চালানো হয়। এসময় পাঁচটি ঘেরা জাল জব্দ করা হয়েছে। জব্দ জালের পরিমাণ হবে প্রায় আড়াই হাজার মিটার। হালদা নদীর মা মাছ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: somoyernews24office@gmail.com
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.