চট্টগ্রামের হাটহাজারী পৌর সদরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সোমবার দুপুর ১টার দিকে মডেল থানার দক্ষিণে মুরগিহাট এলাকার এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ইসলামিয়া মেট্রোস হাউস নামে একটি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে ক্ষয়ক্ষতি হয় অর্ধ কোটি টাকা।
ক্ষতিগ্রস্থ দোকানের মালিক মো. শফি কান্না জড়িত কন্ঠে অগ্নিকাণ্ডের বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, ক্ষতিগ্রস্থ দোকানের উত্তরে তার মালিকানাধীন অপর একটি দোকান নিউ নুর সাইকেল এন্ড মেট্রোস হাউসে বেচাকেনা করছিলেন। হঠাৎ ইসলামিয়া মেট্রোস হাউসের পেছনের দিকে আগুন দেখতে পায়। সবাই দৌড়ে দোকানের সামনের অংশে রাখা কিছু মালামাল বের করতে পারলেও ভেতর ও পেছনের সব মালামাল মুহুর্তে পুড়ে ছাই হয়ে যায়। পাঁচ মিনিটের মধ্যেই আমার অর্ধ কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়। দোকানের পেছনে লেপ তোষকের কারখানা ছিল। বাকি অংশে বাচ্চাদের দোলনাসহ প্লাষ্টিক সামগ্রীর মালামাল ছিল। গত রোববার বিকেলেও কয়েক লাখ টাকার নতুন মালামাল আনা হয়েছিল বলে তিনি জানান।
অগ্নিকান্ডের সূত্রপাতের বিষয়ে তিনি আরো বলেন, দোকানের লাগোয়া বৈদ্যুতিক খুঁটিতে কে বা কারা কাজ করছিল। মনে হচ্ছে তাদের কাজে গরমিলের কারণে তার দোকানে শর্ট হয়ে এ অগ্নিকাণ্ড ঘটে। কয়েক বছর আগেও তার উভয় দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল।
এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে হাটহাজারী ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে এবং লাগোয়া দুটি দোকানকে রক্ষা করে। এসময় হাটহাজারী নাজিরহাট সড়কে দীর্ঘ যানজটের সৃষ্ট হয়।
অপর দিকে এক ঘন্টারও বেশি সময় ধরে হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ মো. হাবিবুর রহমানের নেতৃত্বে যানজট স্বাভাবিক করে পুলিশ। এদিকে ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হন উপজেলা নির্বাহী অফিসার এবিএম মশিউজ্জামান।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.