জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে টানা ২য় দিন সেলুন পাঠাগার বিশ্বজুড়ে'র সৌজন্যে নতুন প্রজন্মের পাঠাভ্যাস গড়ে তোলার উদ্দেশ্যে বুক সেলফ বিতরণ করা হয়েছে।
শুক্রবার ৮ নভেম্বর বিকেলে নোয়াখালীর মাইজদী কোর্টের হাউজিং এলাকার থ্রি-স্টার সেলুনে তা উদ্বোধন করেন সেলুন পাঠাগার বিশ্বজুড়ে'র প্রতিষ্ঠাতা কবি গোলাম মাওলা জসিম।
এ সময় তিনি সেলুন মালিক বাবুল মজুমদারের হাতে বুক সেলফ তুলে দেন।
এ সময় জসিম বলেন,নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণরা এগিয়ে চলেছে বীর দর্পে।নিত্যনতুন আইডিয়া সংযোজনে তারা দৃষ্টান্ত স্থাপন করেছে।এসব অভিনব কৌশল রপ্ত করতে তাদের প্রচুর পড়াশোনা করতে হয়েছে।তার মুলে রয়েছে অনুশীলন আর আর অনুশীলন।সঠিক পাঠাভ্যাস হতে পারে তাদের মুল নিয়ামক। এক্ষেত্রে বই অন্যতম অনুসঙ্গ।তাই তরূণদের আহবান জানাব,তারা যেন তাদের প্রতিটি মূল্যবান সময়কে কাজে লাগায়।সেলুনে গিয়ে সিরিয়ালের ফাঁকে বই পড়ে অবসর সময় কাজে লাগিয়ে তাদের মেধা আরো শানীত করবে বলে আমার বিশ্বাস।
তিনি আরো বলেন,বাংলা ভাষা যেখানে আছে, 'সেলুন পাঠাগার বিশ্বজুড়ে’ সেখানে পৌঁছে দেয়ার চেষ্টা করছি। ইতিহাস জানতে হলে বই পড়তে হবে।তার সাথে বই পড়ার অভ্যাস গড়ে তোলার বিকল্প নেই।
এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ, ২০১৮ সালের ৩০ জুন গোলাম মাওলা জসিমের ব্যক্তিগত অর্থায়নে তার নিজ এলাকা নোয়াখালীতে রতনের সেলুনে বই ও বুক সেলফ বিতরণের মাধ্যমে এ ব্যতিক্রমী কার্যক্রম শুরু হয়।যার ধারাবাহিকতায় বাংলাদেশের বিভিন্ন জেলার সেলুনে স্থাপন করা হচ্ছে বুক সেলফ, আর এতেই সেলুন পরিনত হচ্ছে পাঠাগারে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.